নারায়ণগঞ্জ সদর উপজেলার সেহাচর ফকির চাঁন জামে মসজিদে নেয়ামত হাজী স্মৃতি সংঘর উদ্বেগে শুক্রবার (২২ এপ্রিল) বিকালে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময়ে উপস্থিত ছিল বিশিষ্ট সমাজ সেবক হাজী মোঃ জামাল উদ্দিন , জিসান তাওফিক , রাজীব মিন্টু ,আশিক, শরীফ ,কামাল , হাসান , হোসেন , স্বপন , রনি, মাসুদ ,সোহাগ প্রমুখ।
ইফতারের আগে মসজিদের ইমাম শাহিনুর হোসাইন মোনাজাত করেন তিনি দেশ-জাতির কল্যাণ, বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করেন ও নেয়ামত হাজির পরিবারের কল্যাণ ও উন্নতি কামনা করা হয়।