২৩ শে রমজান ২৫ শে এপ্রিল কুতুবপুর ইউনিয়ন তাঁতী লীগের উদ্যোগে মিলন মোল্লার সভাপতিত্বে নারায়ণগঞ্জ সদর উপজেলা কুতুবপুরের চিতাশাল কমিউনিটি সেন্টারে ইফতার পার্টর আয়োজন করা হয় ।
উক্ত ইফতার পার্টির ব্যানারে প্রধান অতিথি হিসেবে ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি, সাইফুল্লাহ বাদল, এবং বিশেষ অতিথি হিসেবে ফতুল্লা থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ শওকত আলী, কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু,সহ সভাপতি ফতুল্লা থানা আওয়ামীলীগ মোঃ মঞ্জুরুল হোসেন মঞ্জু , সহ-সভাপতি ফতুল্লা থানা আওয়ামী লীগ মোস্তফা কামাল, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জসীম উদ্দীন, ও সাধারণ সম্পাদক মানিক চান, জেলা পরিষদের সদস্য মোস্তফা চৌধুরী সহ
জেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদের নাম দেওয়া থাকলেও উপস্থিত ছিল না কেউই।
সম্প্রতি কুতুবপুর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে নম পার্কে ইফতার পার্টির আয়োজন করা হলে সেখানেও উপস্থিত ছিল না কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরাই । এ নিয়ে আলোচনার ঝড় উঠেছে আওয়ামী সমর্থিত সাধারণ কর্মীদের মধ্যে তাহলে কি আওয়ামী অঙ্গসংগঠনগুলো তে একতা নেই।
ইফতার পার্টি শেষে ব্যানারে নাম থাকা সত্বেও নেতাকর্মীদের উপস্থিত না থাকার কারণ জানতে চাইলে মিলন মোল্লা বলেন আমি দীর্ঘদিন যাবৎ আওয়ামী লীগের রাজনীতি করি বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে ভালোবাসি কোন চাঁদাবাজি বা মাদক ব্যবসা করি না স্বচ্ছ রাজনীতি করার চেষ্টা করি কিন্তু তারপরও নেতাকর্মীরা আমাকে তথা তাঁতীলীগকে মূল্যায়ন করেনা কেন জানিনা আমি তাদের দাওয়াত দিয়েছি এবং তারা আসবে বলেছে বিদায় ব্যানারে তাদের নাম দিয়েছি তারা আসবে বলে এখানে এই ইফতার পার্টিতে শত শত আওয়ামী অঙ্গ সংগঠনের কর্মীরা উপস্থিত হয়েছে কিন্তু তারা কেন আসলেন না এটা আমি জানি না।
এসময় উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ নারায়ণগঞ্জ জেলার সহ-সভাপতি সিকদার মাহবুবুর রহমান হক সহ আওয়ামী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।