নারায়ণগঞ্জের ফতুল্লার কুতুবপুরে জেলা শ্রমিক লীগের প্রস্তাবিত কমিটির সহসভাপতি সিকদার মাহবুবুর রহমান হকের উদ্যোগ ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে৷ শুক্রবার (২৯ এপ্রিল) নূরবাগে স্বল্প আয়ের ২০০টি পরিবারের মাঝে ওই ঈদসামগ্রী বিতরণ করা হয়।
এসময় এক সংক্ষিপ্ত বক্তব্যে শ্রমিক লীগ নেতা হক সিকদার বলেন, ‘ঈদ এসেছে খুশির বার্তা নিয়ে৷ আমরা চাই সকলেই যেন সেই আনন্দে শরিক হতে পারেন৷ তাই প্রতি বছরের ন্যায় এবারও মানুষের জন্য আমাদের এই সামান্য প্রচেষ্টা৷ আশা করি আগামীতেও এই কার্যক্রম অব্যাহত রাখতে পারবো৷’
এসময় স্থানীয় আওয়ামী লীগ নেতা গিয়াসউদ্দিন ব্যাপারী, রফিকুল ইসলাম, মাহবুবুল আলম সবুজ, মো. নাছির, যুবলীগ নেতা রাসেল আমিন তুষার, সাইফুল ইসলাম শাওনসহ অন্যান্যেরা উপস্থিত ছিলেন।