১৯৮১-৮২ সাল থেকে কানাই নগর ছোবহানিয়া হাই স্কুল থেকে ছাত্রলীগ করতেন। এক সময় সাহসী নেতৃত্ব দিয়েছেন। ঐ সময় হাতে গুনা কয়েক জন লোক নিয়ে ছাত্রলীগ করতেন। তার পর ৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসল। ৯৭ সনে বক্তাবলী ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি নির্বাচিত হন।
তার মধ্যে কোন জোরজুলুম দেখেননি। তারপর ২০০৩ সালে বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিন হন।বর্তমানে সেপদে বহাল আছেন।দীর্ঘ সময় যাবত দায়িত্ব পালন করে আসলেও কেউ বলতে পারবে না শফিক মাহমুদ পাটির জোর খাটিয়ে কিছু করেছে।
এমনকি বর্তমান প্রজন্মের ছেলেরা তাঁকে চিনে না। তিনি তো দাঙ্গা হাঙ্গামা করেন না। শফিক মাহমুদ শিক্ষা নিয়ে অনেক কাজ করেছেন। গোপাল নগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ছিলেন এবং তার একান্ত প্রচেষ্টায় সি গ্রেড থেকে এ গ্রেডে উন্নতি হয়েছে। শফিক মাহমুদ সভাপতি থাকাকালে বক্তাবলী ইউনিয়নে প্রথম গোপাল নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জি,পি,এ- ৫ পেয়েছে তার বলিষ্ঠ নেতৃত্ব দিয়ে।
তারপর কানাই নগর ছোবহানিয়া হাই স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পরিষদের সদস্য হয়ে সকল কে সাথে নিয়ে স্কুলটিকে কলেজে রুপান্তরিত করেছেন।
তিনি একজন সফল ব্যবসায়ীও এবং বোট মালিক সমিতির সভাপতি ছিলেন। সফলতার সাথে পরিচালনা করেছেন সেই বোট মালিক সমিতির কাজ।
শফিক মাহমুদ আওয়ামী লীগের একজন দক্ষ, মেধাবী ও কর্মী বান্ধব নেতা।তার মেধা ও শ্রম দিয়ে দলের কর্মসূচি পালন করেন নিষ্ঠার সাথে। আসন্ন বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি গঠিত হলে তিনি সভাপতি প্রার্থী হয়েছেন।এজন্য দলীয় নেতাকর্মীদের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।