নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ড মেম্বার আজিজ মীর প্রতারনার মাধ্যমে জমি দখল করে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ব্যাপারে আজিজ মীরের বিরুদ্ধে আফিজউদ্দিন ও আল আমিন বাদী হয়ে ৩ টি মামলা দায়ের করেছে।
জানা যায়, আজিজ মীর বিগত ২৩/১/২০১৮ সালে তিনি তার মার মৃত্যু শয্যা অবস্থায় ৮১২ হেবা দলিল মূলে তার মার বাপের বাড়ির সমস্ত সম্পত্তি মার ও মামার সম্পত্তি মার কাছ থেকে লিখে নেন।তারা ৬ ভাই ৩ বোন থাকাঅবস্থায় একা এ কাজটি করেন।তার মার মৃত্যুর আনুমানিক সাড়ে ৪ বছর পর তিনি এ কথা প্রকাশ করেন।
আজিজ মীর ইদানিং তার মার সম্পত্তি মামার কাছে দাবী না করে বিভিন্ন ভূমিদস্যু শক্তিশালী উশৃংখল লোকদের সাথে নিয়ে জমি দখল ও বাড়িঘর ভেংঙ্গে ফেলা এবং প্রাননাশের হুমকি দিচ্ছে।
কিছু জমি বিভিন্ন ভূমিদস্যু শক্তিশালী উৎশৃংখল লোকেরা জমির মধ্যে পিলার দিয়ে মাটি কাটে আজিজ মীর সাথে দাঁড়িয়ে থাকে।
তার মামাতো ভাই আল আমিন জমিটি খরিদ করার জন্য ফুফুর সাথে কথা বলে মীর আজিজুর রহমান কে ৮ লাখ টাকা ও অন্যান্য ভাইদের কে ২ টাকা প্রদান করে।
ফুফু জীবিত থাকায় ফুফাতো ভাইদের কে টাকা দিয়েছে তাই লিখিত ডকুমেন্ট রাখা প্রয়োজন বোধ করেনি।
ডকুমেন্ট না রাখায় আজিজ মীর এখন অস্বীকার করছে।তাতে করে আল আমিনের পরিবার মনে কোন ক্ষোভ প্রকাশ করেনি।কিন্তু আজিজ মীর আফিজউদ্দিনের খরিদকৃত সম্পত্তি তার মার কাছ থেকে লিখে নিয়ে তা দখলের অপচেষ্টা চালাচ্ছে।
আজিজ মীরের এসব অপকর্ম দেখে তার মামা তার মা বেদেনা খাতুনের কাছ থেকে নেওয়া দলিল নং ৮১২ উত্তোলন করে দেখতে পান আজিজ মীর তার মামার খরিদকৃত সম্পত্তি টিপসইয়ের মাধ্যমে তার মার কাছ থেকে লিখে নেন। নিংবং সই করেছে তার বড় বোনকে দিয়ে।বড় বোন জীবিত থাকাকালে দলিলের কথা প্রকাশ করেনি।বোন মৃত্যুর পরে দলিলের কথা প্রকাশ করেন।
এবং গোপনে টাকা দিয়ে নামজারী করেন।সিএস ৫২১৯ নং দাগের ভূমি ৭৬০৯ নং দলিলমূলে ও সিএস ৫৩৮৮ নং দাগের ভূমি ৮৭৬১ নং দলিলমূলে এবং সিএস ৩৬০৮ নং দাগের ভূমি ৬৫৬৬ নং দলিল মূলে আফিজউদ্দিন খরিদ করেন।বিভিন্ন দাগের ভূমি ৪০৫২ নং দলিল মূলে খরিদ করেন।আফিজউদ্দিন জানান আমার কোন কোন জমি আমার খরিদ করা আমার বোন জানতেন। যে তারিখে দলিল করেছেন আমার জানামতে সে সময় আমার বোন অসুস্থ ছিলেন।আমার বোন যত জায়গা বিক্রি করেছে সবদলিলে সে সই দিয়ে জায়গা বিক্রি করেছে।কারন আমার বোন সই দেয়া জানতেন।তাই আমার খরিদকৃত সম্পত্তি রক্ষা করার জন্য আমি আদালতে মামলা দায়ের করি। কি করে আমার বোন দলিল করে দিল এটা আমার প্রশ্ন।
তাই আজিজ মীর এ জঘন্য জালিয়াতি করতে পেরেছে।যদি আমার বোন সুস্থ থাকতো এ কাজটি করতে পারতোনা।যে যে জায়গায় আমার বোন জমি বিক্রি করেছে সে সই করেছে।কারন আমার বোন সই দেয়া জানতো।আমার খরিদকৃত সম্পত্তি লিখে নেয়ার জন্য দলিল বাতিলের দেওয়ানী মামলা নং-২৫০/২২,জাল জালিয়াতি করার জন্য ফোজদারী মামলা নং-১১০/২২,উপরে উলেখিত ২ টি মামলা করায় আমার পরিবার কে হুমকি ধামকি প্রদান করায় আমার ছেলে আল আমিন বাদী হয়ে মামলা নং-২৩২/২২ দায়ের করে।
আজিজ মীর আরো জালিয়াতি করেযে,তার মা আনুমানিক ২০০২/২০০৩ সালে সিএস ৩৫৭৮ নং দাগের ভূমি রাজাপুর এক মহিলার কাছে বিক্রি করে। ও সিএস ৫৫১০ নং দাগের ভূমি মধ্যনগর সেলিম মিয়ার নিকট বিক্রি করে। বিগত ১৫ বছর পর তার মার বিক্রিত জমি ও লিখে নেন ৮১২ হেলা দলিল মূলে।
আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল তাই আমরা আইনের আশ্রয় নিয়েছি। আমাদের বিশ্বাস আইন তার নিজস্ব গতিতে চলে উপরোক্ত দায়ের কৃত মামলা গুলো সুষ্ঠু তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করবে প্রশাসন। আজিজ মীরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনে পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগী আফিজউদ্দিনের পরিবার।
এ ব্যাপারে ইউপি মেম্বার আজিজুর রহমান মুঠোফোনে জানান,মামার সম্পত্তি লিখে নিয়েছি তারা দলিল দেখাতে পারলে আমি জমি ছেড়ে দিব।মার সম্পত্তি লেখার সময় ২ বোন সাক্ষী আছে।আমার নামে মিথ্যা ও বানোয়াট মামলা করেছে।৩ টি মামলা হয়েছে আমি আইন মোতাবেক জবাব দিব।