নারায়ণগঞ্জ সদর থানা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও আলীরটেক গ্রাম পঞ্চায়েত কমিটির বড় মাদবর এসটি আলমগীরের উদ্যোগে জেলার ৫ আসনের চার বারের এমপি প্রয়াত নাসিম ওসমানের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া করা হয়। এসময় রমজানের শেষ জুময়ায় নাসিম ওসমানের জান্নাত কামনা করে দোয়া হয়। সেই সাথে নাসিম ওসমানের সহধর্মিনী পারভীন ওসমান ও তার সুযোগ্য সন্তান আজমেরী ওসমান সহ পরিবারের সকল সদস্যদের দীর্ঘায়ু কামনা করা হয়। সেই সাথে তারা যেন সব সময় সুস্থ্য থাকেন মোনাজাতে তা চাওয়া হয়।
শুক্রবার দুপুরে আলীরটেক সরকার বাড়ী জামে মসজিদে এতিম ছাত্রসহ সর্বস্থরের লোক নিয়ে এ দোয়া অনুষ্ঠিত হয়। একই সাথে এই যুবলীগ নেতার পক্ষ হতে বন্দর আমিন মসজিদ ও বন্দর ইয়ামেনি সালেহ বাবার মাজারে নাসিম ওসমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া করা হয়।
এসটি আলমগীর সরকার বলেন, নারায়ণগঞ্জ ৫ আসনের প্রয়াত সাংসদ নাসিম ওসমান ছিলেন একজন কর্মীবান্ধব নেতা। তার আদর্শে আজমেরী ওসমানও শ্রমিকদের পাশে আছেন। তিনিও বাবার আদর্শে কর্মী বান্ধব নেতা হিসেবে পরিচিত লাব করেছেন। আমরা তার দীর্ঘায়ু কামনা করে দোয়া করি। একই সাথে প্রয়াত এমপি নাসিম ওসমানের জন্য মাগফেরাত কামনা করা হয়।
তিনি বলেন, সেই সাথে আজমেরী ওসমান যে ভাবে মানুষের পাশে থেকে সেবা মূলক কাজ করে যাচ্ছেন তিনি যেন এই ভাবে আরও কাজ করতে পারেন তার জন্য আলাহ যেন তাকে নেক হায়াত দেন। আমি নাসিম ওসমান পরিবারের আদর্শে অনুপ্রাাণিত হয়ে আওয়ামী লীগের রাজনীতি শুরু করছি। নাসিম ওসমান ছিলেন আমার রাজনৈতিক গুরু। এই ওসমান পরিবারের সকল সদস্যদের আল্লাহ যেন দীর্ঘ জীবী করেন।
এসময় উপস্থিত ছিলেন, বিকেএমই এর সাবেক পরিচালক ও আলীরটেক সরকারি বাড়ী উন্নয়ন কমিটির সভাপতি সৈয়দ হোসেন সরকার, সহ সভাপতি বোরহান উদ্দিন সরকার, আলীরটেক মাদরাসার মুহতামিম আতাউল হক সরকার, আলীরটেক ২ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শাহিন সরকার, যুবলীগ নেতা এসবি শাহিন সরকার, আলমগীর সরকার, কবির সরকার,রাজিব সরকার।