তাহরিক খতমে নুবুয়্যত বাংলাদেশের আমীর আল্লামা ড.এনায়েতুল্লাহ আব্বাসী হুজুরের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও অভিযোগকারীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবী মানববন্ধন কর্মসুচি পালন করা হয়। শুক্রবার বাদ জুম্মা শহরের নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
তাহরিক খতমে নুবুয়্যত এর সহাসচিব মাওলানা আরিফুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন তাহরিক খতমে নুবুয়্যত কেন্দ্রীয় সংগঠক মাওলানা এনামুল হক আজাদী, তাহরিক খতমে নুবুয়্যত নারায়ণগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ,প্রচার সম্পাদক মো.জুম্মান,আলহাজ আবদুল মোতালেব,আবদুল কাদিও,সাইদুর রহমান রিপদ,মো.আবুল খায়ের,মোজাম্মেল প্রধান,আমির হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তারা “আল্লামা আব্বাসী হুজুরের একটি ঐতিহাসিক শ্লোগান মাসলাক যার যার,দ্বীন ইসলাম সবার ” উল্লেখ করে বলেন,বিগত দিনে আল্লামা আব্বাসী হুজুর নাস্তিক সংশয়বাদীদের সাথে যতবার ডিবেট করেছেন ততবার আল্লাহ তায়ালা হুজুরকে বিজয় দান করেছেন। প্রতিবারই তারা শোচনীয়ভাবে পরাজিত হয়েছে। গত ১৪ মে ১৬ জন আলেমের বিরুদ্ধে ধর্ম ব্যবসার অভিযোগ করে দূর্নীতি দমন কমিশনে গনকমিশনের শে^তপত্র প্রদান বিষয়ক অনুষ্ঠিতব্য ডিবেটে আল্লঅমা আব্বাসী হুজুর বাংলাদেশের উম্মাহের পক্ষে থেকে প্রতিনিধিত্ব করেছেন। হুজুর অথেনটিক সোর্স থেকে নির্ভরযোগ্য তথ্য উপাত্তের মাধ্যমে গনধিকৃত গনকমিশনের তথাকথিত শে^তপত্রকে মিথ্যা প্রমানিত করে ঐতিহাসিক বিজয় ছিনিয়ে এনেছেন। এ অবস্থা দেখে প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর গাত্রদাহ শুরু হয়ে যায়। তারা আব্বাসী হুজুরের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে। তাদেও অভিযোগ সম্পূর্নরুপে মিথ্যা,বানোয়াট ও অমুলক। আমরা তাহরিকে খতমে নুবুয়্যত বাংলাদেশের পক্ষে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
তারা আরো বলেন,একটি কুচক্রী মহল স্থিতিশীল বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়।ওলামায়ে কেরামের সাথে সরকারের দ্বন্ধ সৃষ্টি করতে চায়। তাই তারা এ ঘৃনিত কর্মসুচি হাতে নিয়েছে। আমাদের আজকের এ আন্দোলন সরকারের বিরুদ্ধে নয় বরং সরকারকে বিনয়ের সাথে বলতে দাবী করছি,অনতিবিলম্ব এ মিথ্যা মামলা প্রত্যাহারের পদক্ষেপ গ্রহন করুন এবং মিথ্যা অভিযোগকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমুলক শান্তির ব্যবস্থা করুন।
প্রেসক্লাবে সামনে মাবনবন্ধন শেষে একটি মিছিল নিয়ে চাষাড়ান্থ বিজয়স্তম্বের সামনে এসে মোনাজাতের মাধ্যমে তাদের কর্মসুচি সমাপ্ত করেন তাহরিক খতমে নুবুয়্যত নেতৃবৃন্দরা।