নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের আসন্ন কমিটি গঠন নিয়ে চলছে আলোচনা সমালোচনা। তৃণমূলের দাবী পকেট কমিটি নয় আমরা চাই কাউন্সিল। কাউন্সিলের মাধ্যমে আমরা আমাদের ভবিষ্যৎ নেতা নির্বাচন করবো। জোর করে কমিটি চাপিয়ে দেওয়া হলে দল শক্তিশালী হওয়ার চেয়ে দূর্বল হয়ে পড়বে।
নাম প্রকাশ না করার শর্তে তৃনমূল নেতাকর্মীদের দাবী দলের গঠনতন্ত্র অনুযায়ী কাউন্সিল হওয়ার কথা।একটি চক্র চাচ্ছে কাউন্সিল না দিয়ে পকেট কমিটি করার।এটা হলে দল চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে।
জানা যায়,বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পদে তিনজন প্রার্থী হবেন।এরা হলেন,ফতুল্লা থানা আওয়ামী লীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক আবুল হোসেন প্রধান,বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের সহ সাংগঠনিক সম্পাদক শফিক মাহমুদ পিন্টু, বক্তাবলী ইউনিয়ন যুবলীগের সভাপতি সদরউদ্দিন সদু মেম্বার, সাধারণ সম্পাদক পদে ৫ জন প্রার্থী হয়েছেন। এরা হলেন,বর্তমান কমিটির সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ বাবুল মিয়া,ফতুল্লা থানা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, আওয়ামী লীগ নেতা খোরশেদ আলম মাষ্টার, বঙ্গবন্ধু সৈনিক লীগের জেলার সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান জিকু।
এদের মধ্যে আনোয়ার হোসেন, খোরশেদ আলম মাষ্টার ও নুরুজ্জামান জিকু বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য নয় বলে জানিয়েছেন বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম।
তিনি বলেন,আওয়ামী লীগের গঠনতন্ত্রে স্পষ্ট উল্লেখ আছে কেউ কাউন্সিল হলে তাকে সদস্য অবশ্যই হতে হবে। এরা ৩ জনের কেউ আওয়ামী লীগের সদস্য নয়। গঠনতন্ত্র অনুযায়ী তারা নির্বাচন করতে পারবেনা।
তবে তৃনমূলের দাবী যে করে হোক কাউন্সিল দিতে হবে এতে করে তারা ভোটের মাধ্যমে তাদের ভবিষ্যৎ নেতা নির্বাচন করতে পারবে।
এ ব্যাপারে সভাপতি পদে প্রার্থী শফিক মাহমুদ পিন্টু বলেন,তৃনমূল যেহেতু কাউন্সিল চায় সেদিক বিবেচনা করে থানা ও জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের উচিত হবে কাউন্সিল দেয়া। কাউন্সিল হলে শতভাগ বিজয়ী হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
সাধারণ সম্পাদক পদে প্রার্থী মোঃ বাবুল মিয়া বীলেন,আমার রাজনৈতিক গুরু শওকত ভাই ও থানা কমিটির নেতারা যা ভাল মনে করেন তাই করবেন। তবে তৃনমুলের মতামতকে গুরুত্ব দিতে হবে বলে মনে করি।
সাধারণ সম্পাদক পদে প্রার্থী মোঃ নুরুজ্জামান জিকু বলেন ৯০ সাল হতে স্কুলে পড়াশুনা করারত অবস্থায় ভিপি আলমগীর মামার হাতধরে ছাত্রলীগের রাজনীতির মাধ্যমে আজো আওয়ামী পরিবারের সাথে আছি। আজীবন থাকবো।কাউন্সিল হলে শতভাগ বিজয়ী হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
সাধারণ সম্পাদক পদে প্রার্থী মোঃ আনোয়ার হোসেন বলেন,বঙ্গবন্ধুর আর্দশে গড়া আওয়ামী লীগ। কেউ ব্যক্তিগত স্বার্থে বা দ্বন্বে কাউকে আওয়ামী লীগ বা অন্যদলের নেতা বানাবেন তা হবেনা।
সাধারণ সম্পাদক পদে প্রার্থী মোঃ কামরুল ইসলাম বলেন,দলের গঠনতন্ত্র অনুযায়ী কেউ সদস্য না হলে কাউন্সিল হতে পারবেনা। কাউন্সিল না হলে নির্বাচন করার প্রশ্ন উঠেনা।থানা আওয়ামী লীগের শীর্ষ নেতারা যে নির্দেশনা দিবেন সে মোতাবেক কমিটি গঠনের কার্যক্রম শুরু করবো।
উল্লেখ্য আগামী জুন মাসের মধ্যে ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি গঠন করার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় আওয়ামী লীগ। সে মোতাবেক জুন মাসের যে কোন সময় হতে পারে বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের কাউন্সিল বা পকেট কমিটি।