নারায়নগঞ্জের ফতুল্লা মডেল থানা এলাকায় অপরাধ দমনে এবং আইনশৃঙ্খলার পরিবেশ সুষ্ঠু রাখার জন্য মহড়া দিয়েছে পুলিশ।
সোমবার রাত থেকে অতিঃ পুলিশ সুপার নাজমুল হাসান ও ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ রিজাউল হকের নেতৃত্বে বিশেষ অভিযান শুরু করেন।
অভিযানের শুরুতে অপরাধ দমনে ভালো মানুষের সহযোগীতা চেয়েছেন অতিঃপুলিশ সুপার নাজমুল হাসান। তিনি বলেন, এ দেশ,সমাজ আমাদের। ভালো রাখার দায়িত্বটাও আমাদের। আমরা অপরাধ দমনে সমাজের ভালো মানুষগুলোকে আমাদের পাশে চাই, অপরাধ দমনে আমাদের সহযোগীতা করুন।
পুলিশের এই কর্মকর্তা বলেন, সমাজ থেকে কিশোর অপরাধ, মাদক নির্মূলে পুলিশের পাশাপাশি সমাজের ভালো মানুষগুলোকে এগিয়ে আসতে হবে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ রিজাউল হক দিপু বলেন, অপরাধীদের সাথে কোন আপেষ নেই, অপরাধ করে কেউ পার পাবে না। অপরাধ দমনে ফতুল্লা পুলিশ মাঠে আছে এবং আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। ওসি(তদন্ত) তারিকুল ইসলাম, ওসি (অপারেশন) মাসুদ রানাসহ থানা পুলিশের একাধিক অফিসার উপস্থিত ছিলেন।