মধ্যরাত পৌনে বারোটা । ব্যস্ত নগরী নারায়ণগঞ্জ শহরের সর্বত্র প্রায় শুনসান নীরবতা । কিন্তু সদর থানার সামনে বিচ্ছিন্নভাবে নারী পুরুষের ঝটলা। কেউ কেউ থানা গেইটের বাইরে আবার কেউ থানা কম্পাউন্ডে, কেউ কেউ ওসির দরজায়, কেউবা ওসির সাথে বসে আলোচনা করছেন ।
সাধারণতঃ থানার সামনে এতো লোকজনের আনাগোনা প্রতিনিয়তঃ দেখা না গেলেও শনিবার (২১ মে) রাতে মানুষের এমন ঝটলার কারণ জানতে খোঁজ নিতে গিয়ে জানা গেলো ভিন্ন চিত্র । ৯৯৯ এ ফোন করে অপহৃত দশম শ্রেণীর এক ছাত্রী কে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেফতার করায় ফতুল্লা থানা থেকে পুলিশ আসার অপেক্ষায় অপহৃত শিক্ষার্থীর মা বোন ও স্বজনরা উপস্থিত হয়েছেন।
অপরদিকে আটক অপহরণকারীর স্বজনদের অনেকেই বলেছেন, এটি প্রেমের ঘটনা, অপহরণ না। ভিকটিম উদ্ধার ও অপহরণকারী আটকের ঘটনায় ফতুল্লা থানা পুলিশের কাছে হস্তান্তরের অপেক্ষায় ডিউটি অফিসার দারোগা আমিনুল ও অপারেটর ইসমাইল বারবার বেতারযন্ত্রে ও ফোনে মাধ্যমে তাগিদ দিচ্ছেন।
মধ্যরাতে এমন এতো ঝটলার মাঝে দেখা যায় নগরীর তেলচোর চক্রের হোতা নাসির , আবদুল্লাহ, মানিক বাহিনীর কয়েকজন সদস্য থানার অদূরে আধো অন্ধকার আধো আলোর মধ্যে অজ্ঞাত কারণে অপেক্ষা করছেন। আরো ৩/৪ জনের একটি দল থানার পশ্চিম দিকের কোনায় দাঁড়িয়ে আলোচনা করছেন। এরা কারা এমন কৌতুহলে কাছে যেতেই মুখ লুকানোর চেষ্টা করেন ৩/৪ জনের সকলেই ।
কারণ কি এমন করার ?
কয়েক মিনিট দাঁড়িয়ে থাকার পর দেখা গেলো ফোনে কথা বলার বাহানায় পালিয়ে যাবার চেষ্টা করছেন নগরীর জুয়ারীদের গডফাদারখ্যাত এবং নগরীর বাসস্ট্যান্ডসহ অসংখ্য এলাকায় বিশেষ পেশার নাম ভাঙ্গিয়ে জুয়া পরিচালানকারী বড় শাহজাহান। এমন ঘটনার পর থানার ভিতরে প্রবেশ করেই ভারপ্রাপ্ত কর্মকর্তার কক্ষের সামনে দেখা গেলো জুয়ারীদের গডফাদার বড় শাহজাহানের অন্যতম সহযোগি পিচ্চি মাসুম ।
প্রতিবেদককে দেখেই সটকে পরার চেষ্টা করলেও, কি কারণে থানায় এসেছেন এই মধ্য রাতে এমন প্রশ্নে মাসুম জানায়, “নতুন ওসি স্যারের সাথে কথা বলিয়ে দিতে ওই ভাই (বিশেষ পেশার এক ব্যক্তিকে মামুনকে দেখিয়ে দিয়ে) থানায় নিয়া আইছে ! আগের স্যারে তো গেছে গা, নতুন স্যারের সাথে পরিচয় হইতে আইছি ।“
এমন কথা বলার সাথে সাথে চোখের ইশারায় মূহুর্তের মধ্যেই থানা থেকে বেড়িয়েই পালিয়ে যায় পিচ্চি মাসুম।
উল্লেখ্য দীর্ঘদিন যাবৎ সদর থানার ওসির দপ্তরে প্রতি মাসে ১ লাখ ২০হাজার, তদন্ত কর্তার দপ্তরে ৫০ হাজার, দারোগাদের কে ভিন্ন ভিন্ন পরিমানে মাসোয়ারা দিয়ে প্রকাশ্যেই জুয়া চালিয়ে যাচ্ছে ওই চক্রটি।
এমন ঘটনার পর থানা সংলগ্ন মসজিদের সামনে দেখা গেলো ফুটপাতের হকার নেতা রহিম মুন্সীসহ আরা কয়েকজন চাঁদাবাজদের।
রাতের আঁধারে অপরাধী, চাাঁদাবাজ, জুয়ারী, তেলচোরদের উপস্থিতির বিষয়ে শনিবার রাতেই নাম প্রকাশ না করার অনুরোধে পুলিশের এক কর্তা বলেন, নতুন ওসি এসেছেন, এখন তার মেন্টালিটির উপর নির্ভর করবে কতটুকু স্বচ্চতার সাথে কাজ করবেন তিনি । তবে এরই মধ্যে সূতা চোরা কারবারী, লবন চোরাই কারবারী, গম চোরা কারবারী সিন্ডিকেটসহ ফুটপাতের চাঁদাবাজদের অনেক লাইনম্যানরা নতুন সেটিং দিতে ধর্ণা দিয়ে যাচ্ছেন । যা বিগত সময়েও চলমান ছিলো এই অপরাদীদের দৌড়াত্ম
এরই মধ্যে নারাযণগঞ্জ সদর থানার ওসির বদলী আর নতুন ওসির যোগদানের বিষয়ে একজন সাংবাদিকের ফেসবুকে মন্তব্যে সমালোচনার ঝড় বইছে জেলা পুলিশে । যা নিম্নে দেয়া হলো : “নারায়ণগঞ্জ সদর মডেল থানার সামারী কিং ও ধর্ষন মামলার আসামী ওসি শাহ্ জামান বদলী, আসছে আরেক ছেচ্ছর। জনগণের……… সারা।“