নারায়ণগঞ্জ সদর উপজেলার চারারগোপে নির্মিত হচ্ছে সর্বাধুনিক সুবিধা সম্বলিত আধুনিক মানের ব্যাপ্টিষ্ট চার্চ।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডাঃ সেলিনা হায়াত আইভীর সার্বিক সহযোগিতায় নির্মিত হতে যাচ্ছে দেড়শো বছরের পুরনো চারারগোপস্থ ব্যাপ্টিষ্ট চার্চ।
মঙ্গলবার (২৪ মে) সকালে গীর্জার সার্ভেয়ার রির্পোট তৈরীর কাজ শুরু করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক খালিদ হাসান,ব্যাপ্টিষ্ট চার্চের পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক ফ্রান্সিলিয়া গোমেজ,উপদেষ্টা রিচার্ড সৌরভ দেউড়ী,সদস্য তনয় দেউড়ী প্রমুখ।
উল্লেখ্য নারায়নগঞ্জ সিটি করপোরেশনের আর্থিক ও সার্বিক সহযোগিতায় ১৫০ বছরের পূরনো ঐতিহ্য বাহী ব্যাপ্টিষ্ট চার্চটি স্থান সংকুলান না হওয়ায় প্রার্থনা সভা সহ ধর্মীয় কাজ করতে ব্যাঘাত হচ্ছে। ধর্মীয় কার্যক্রম সহজ লভ্য করতে তিনতলা বিশিষ্ট আধুনিক মানের গীর্জা নির্মাণ করা হবে।