নিজস্ব প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুরে কান্ট্রি টুডে ও বাংলাদেশ সংবাদ প্রতিদিন -এর সাংবাদিক এবং বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি’র সদস্য মাসুদ লস্কর সন্ত্রাসীদের ছুরিকাঘাতে আহত হয়েছে।
জানা যায়, এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী কুদরত অবাধে মাদক ও নারী সহ বিভিন্ন অপকর্মে জড়িত সংবাদের সত্যতা ও তার অপকর্মের তথ্য জানার জন্য দীর্ঘদিন অনুসন্ধানী কার্যক্রম চালিয়ে আসছিলে।
এমতাবস্থায় কুদরত এ ব্যাপারে অবগত হয়ে সাংবাদিক মাসুদ লস্কর কে এপস এর মাধ্যমে হুমকি প্রদান করে। ফলে মাসুদ লস্কর জীবনের নিরাপত্তা চেয়ে ৩০/০৪/২০২২ ইং তারিখে নিকটস্থ মাধবপুর থানা সাধারণ ডায়েরি করেন। জিডি নং ১৫৭৭।
পরবর্তীতে সন্ত্রাসী কুদরত সরাসরি হুমকি প্রদান করলে ও তা অগ্রাহ্য করে নিয়মিত সংবাদ সংগ্রহের কাজ চালিয়ে যান।
সন্ত্রাসী কুদরত তার সন্ত্রাসী কাজ কে বৈধতা দেওয়ার জন্য গতকাল ২৫/৫/২০২২ ইংরেজি সাংবাদিক মাসুদ লস্কর এর বিরুদ্ধে মাধবপুর থানা গোপনে সাধারণ ডায়েরি করে। আজ ২৬/৫/২০২২ ইং সাংবাদিক মাসুদ লস্কর হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহপুর রেলগেইট পেশাগত দায়িত্ব পালনের জন্য গেলে কুদরত ও তার বাহীনি সাংবাদিক মাসুদ লস্কর এর উপর হামলা চালিয়ে সাংবাদিক মাসুদ লস্কর এর হাতে থাকা নকিয়া মোবাইল টি ছিনিয়ে নেয়। সাংবাদিক মাসুদ লস্কর কে প্রাণে মেরে ফেলার উদ্দেশ্যে ছুরি দিয়ে মাথায় আঘাত করলে সাংবাদিক মাসুদ লস্কর হাত দিয়ে প্রতিহত করলে তার বাম হাতে রক্তাক্ত জখম হয়। এবং সাংবাদিক মাসুদ লস্কর দৌড়ে এসে প্রাণে বেঁচে যায়। তাতক্ষনিক এলাকার সাংবাদিক মামুন কে কল দিয়ে বিস্তারিত জানালে সাংবাদিক শাহাদাত ইসলাম মামুন খবর পেয়ে সাংবাদিক মাসুদ লস্কর কে নিকটস্থ মাধবপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে প্রথমিক চিকিৎসা করান।
এ ব্যাপারে মাদক কারবারি কুদরত এর কাছে জানতে চাইলে সে কথা বলতে রাজি হয় নি।
মাধবপুর থানার তদন্ত কর্মকর্তা কিবরিয়া জানান, সন্ত্রাসী কুদরত আগে থেকে প্লানিং করেই গতকাল একটা সাধারণ ডায়েরি করে আজ সাংবাদিক এর উপর হামলা চালায়, আমি অভিযোগ পেয়েছি, শীগ্রই আসামি কে আইনের আওতায় আনা হবে।
এদিকে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি বিএমএসএস এর সদস্য সাংবাদিক মাসুদ লস্করের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সন্ত্রাসীদের অতিদ্রুত গ্রেফতারের দাবী করে বিবৃতি দিয়েছেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান ও মহাসচিব সুমন সরদার সহ নেতৃবৃন্দ।