লিমা(২০) নামের এক তরুনীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে ফতুল্লা থানা পুলিশ। রোববার(২৯ মে) রাত সাড়ে দশটার দিকে ফতুল্লা পঞ্চবটীর পাঁচ তলা কলোনীর বিটিএলসি ভবনের তৃতীয় তলা থেকে ওই মৃত দেহ উদ্ধার করা হয়।
নিহত লিমা ফতুল্লা থানার আশিকুর রহমান মোবারকের স্ত্রী। সে বিসিকস্থ লিফ লাইন নামক একটি গার্মেন্টসে চাকুরী করতো বলে জানা যায়।
স্থানী সূত্রে জানা যায়, নিহত লিমা ও তার স্বামী পঞ্চবটীস্থ পাঁচ তলা কলোনীর বিটিসিএল ভবনের তৃতীয় তলায় সাবলেট হিসেবে ভাড়ায় বসবাস করে গার্মেন্টেসে চাকুরী করে আসছিলো। ঘটনার রাতে নিহতের সাথে তার স্বামীর কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে স্ত্রী’র সাথে অভিমান করে ঘর থেকে বের হয়ে যায় স্বামী। রাত দশটার দিকে সাবলেটে থাকা অপর ভাড়াটিয়া জানালার ফাঁক দিয়ে দেখতে পায় ঘরের ফ্যানের আংটার সাথে ওড়ানা দিয়ে গলায় ফাঁস লাগানো লিমার ঝুলন্ত দেহ। তার ডাক-চিৎকারে আশপাশের লোকজন এসে তা দেখতে পেয়ে নিহতের স্বামী এবং ফতুল্লা থানা পুলিশকে সংবাদ দেয়।
ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক সোহাগ চৌধুরী জানায়, নিহতের সুহরতাল রিপোর্ট তৈরি করা হয়েছে। কি কারনে এবং কেন আত্নহত্যা করেছে সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।