বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কুতুবপর ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের উদ্যেগে আলোচনা সভা, দোয়া ও দুস্থদের মাঝে রান্না খাবার বিতরণ করা হয়েছে। ৩০ মে সোমবার বাদ এশা কুতুবপুরে নন্দলালপুর বটতলায় আয়োজিত অনুষ্ঠানে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলহাজ্ব নজরুল ইসলাম পান্না মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদ।
বিশেষ অতিথী ছিলেন ফতুল্লা থানা বিএনপির আহবায়ক জাহিদ হাসান রোজেল, যুগ্ম আহবায়ক একরামুল কবির মামুন, এম এ আকবর, সদস্য গিয়াস উদ্দিন লাভলু, আবু তাহের মোল্লা, রাশেদ মিল্কি, বখতিয়ার সোহাগ, মো: জাহাঙ্গীর, এনামুল হক মামুন,মহানগর যুবদলের আহবায়ক মন্টি, সদস্য সচিব সজল, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি নেতা ওয়াকিল উদ্দিন, যুবদল নেতা সাদিকুর রহমান সাদেক, মাসুদুর রহমান মাসুদ, বিএনপি নেতা সাহাবুদ্দিন মেম্বার, গাজী ইব্রাহিম, মুরাদ, তোফাজ্জল, সুমন, আল-আমিন মেম্বার, রাজিব, দিপু, হাসান, কালাম, ফতুল্লা থানা ছাত্র দলের সাবেক সভাপতি আক্তার খন্দকার, ফতুল্লা থানা স্বেচ্ছা সেবক দলের সদস্য সচিব রাসেল মাহমুদ, স্বেচ্ছা সেবক দল নেতা নজরুল ইসলাম, আবুল হোসেন, ছাত্রদল নেতা নাজমুল কাজী, সাইদ রেজা, সাগর, রানা প্রমুখ।