নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউপির ৯নং ওয়ার্ডের পূর্ব সেহাচর পিটিআই রোড এলাকায় ড্রেন ও রাস্তার নির্মাণ কাজ শুরু হয়েছে। শুক্রবার (৩ জুন) সকাল ১০টায় ৯নং ওয়ার্ড মেম্বার হান্নানুর রফিক রঞ্জু নিজে উপস্থিত হয়ে এ নির্মাণ কাজ শুরু করেন।
কুতুবপুর ৯নং ওয়ার্ড মেম্বার হান্নানুর রফিক রঞ্জু জানান, খাল খনন কার্যক্রম এর সময় রাস্তা কেটে পানি নিষ্কাশনের বেবস্থা করা হয়েছিল। প্রায় এক বছর যাবৎ মানুষের দুর্ভোগ প্রতিদিন দুই হাজার জনগণ সাঁকো দিয়ে পারাপার করতে হতো। মেম্বার নির্বাচিত হওয়ার পর থেকেই ওয়ার্ডের ড্রেন ও রাস্তার নির্মাণ কাজের উন্নয়ণ করে আসছি। ড্রেন নির্মাণ হওয়ায় বর্তমানে আগের মত এ ওয়ার্ডের কোন রাস্তায় বৃষ্টির পানি জমে থাকেনা। এ ড্রেন ও রাস্তাটি নির্মাণে প্রায় তিন হাজার বাড়ির বাসিন্দা সুবিধাভোগ করবেন।
তিনি আরোও বলেন, আশেপাশে প্লাস্টিক ময়লা আবর্জনার ফেলার কারণে এই ড্রেনগুলো বন্ধ হয়ে যায়। আমি আমার চেষ্টার কোনো ত্রুটি রাখবোনা। তাই সবাইকে বলতে চাই, আসুন আমরা প্রতিজ্ঞা করি, আমরা যত্রতত্র কোথাও ময়লা ফেলবো না। ‘সবাই মিলে একটি পরিচ্ছন্ন ও সুন্দর পরিবেশ গড়ে তুলি।’
এসময় ড্রেন ও রাস্তার কাজ নির্মাণের সময় এলাকার মুরুব্বি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।