নারায়ণগঞ্জ নগরীর জল্লারপাড় লেক থেকে দুই কিশোরের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
নিহতরা হলেন-নগরীর পশ্চিম দেওভোগ মাদ্রাসা এলাকার ইকবাল হোসেনের ছেলে ইমতিয়াজ (১৩) ও একই এলাকার জাকির হোসেনের ছেলে মিহাদ (১৪)। তারা পশ্চিম দেওভোগ মাদ্রাসার শিক্ষার্থী।
শুক্রবার (৩ জুন) বিকেলে সিটি লেক থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
পরিবার সূত্রে জানা যায়, দুপুরে ইমতিয়াজ ও মিহাদ সিটি কর্পোরেশনের লেকে গোসল করতে নেমেছিল। এরপর আর তাদের খোঁজ মেলেনি। পরে একজনের মরদেহ ভেসে উঠে এবং ফায়ার সার্ভিস তল্লাশি করে অপরজনের মরদেহ উদ্ধার করে।
লেকপাড়ের চারিদেকে হাজারো মানুষের উপস্থিতিতে দুই শিশুর লাশ উদ্ধারের ঘটনায় আতংক সৃষ্টি হয়েছে জনমনে । অনেকেই বলেছেন ভৌতিক কোন ঘটনায় এমন ঘটেছে । আবার অনেকেই বলেছেন জল্লারপাড়ের জলে সলিল সমাধি ঘটেছে অবুঝ দুই শিশুর ।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, নাসিকের লেক থেকে আমাদের উদ্ধারকর্মীরা দুজনের মরদেহ উদ্ধার করেছে। তারা হয়তো গোসল করতে নেমে পানিতে তলিয়ে যায়।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই সেখানে পুলিশ পাঠানো হয়েছে।
<