নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের ৬নং ওয়ার্ডের কমিটি গঠন নিয়ে সভাপতি দাবীকারী নাসিরউদ্দিন মাদবরকে চ্যালেঞ্জ করেছেন বর্তমান সভাপতি মুক্তার হোসেন।
একটি সুত্র হতে জানা যায়, ৬ নং ওয়ার্ডের কমিটি গঠন নিয়ে পাল্টাপাল্টি কমিটি গঠন করা হয়।নাসিরউদ্দীন মাদবর ২০২০ সালে নিজেকে সভাপতি, আব্দুল হালিমকে সাধারণ সম্পাদক ও আক্তার হোসেন কে সাংগঠনিক সম্পাদক করে কমিটি গঠন করেছেন বলে দাবী করে আসছেন।
পক্ষান্তরে মুক্তার হোসেনকে সভাপতি, আব্দুল হালিম কে সাধারণ সম্পাদক ও আক্তার হোসেন কে সাংগঠনিক সম্পাদক করে আরেকটি কমিটি গঠন করা হয়।
৬ নং ওয়ার্ডে ২ টি কমিটি গঠন নিয়ে নেতাকর্মীদের মাঝে বির্ভ্রান্তি সৃষ্টি হয়েছে।
৬নং ওয়ার্ড আওয়ামী লীগের বৈধ সভাপতি দাবীদার মুক্তার হোসেন সাংবাদিকদের জানান,গত ৯ মে আমরা গঠনতন্ত্র মেনে সভা করে ৫১ নং সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল হোসেন মাষ্টারের নিকট জমা দেই।তিনি সেই কমিটির লিখিত অনুমতি প্রদান করেন।
কিন্তু নাসিরউদ্দীন মাদবর তৎকালীন বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রয়াত আফাজউদ্দিন ভূইয়ার সিল মেরে ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হালিমের স্বাক্ষর নেন। সর্বত্র প্রচার করতে থাকেন তিনি সভাপতি।
মুক্তার হোসেন চ্যালেঞ্জ করে বলেন,আওয়ামী লীগের গঠনতন্ত্র মোতাবেক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কমিটির অনুমোদন দিবেন।কিন্তু নাসির মাদবরের কমিটিতে আফাজউদ্দিন ভূইয়া অনুমতি দেননি। আমার নেতৃত্বে গঠিত কমিটিতে অনুমোদন দেন বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি আবুল হোসেন মাষ্টার। কাজেই আমার গঠিত কমিটি বৈধ ও কার্যকর। নাসির উদ্দিন মাদবরের কমিটি অবৈধ।
তিনি আরো বলেন, নাসির মাদবর যদি বৈধ হন তবে কেন বাড়ি বাড়ি গিয়ে কাউন্সিল বানানোর কথা বলে নেতাকর্মীদের খাতায় স্বাক্ষর নিচ্ছেন। এতে করে দলের ভাবমূর্তি বিনষ্ট হচ্ছে। জননেতা একেএম শামীম ওসমান এমপির সম্মান হানি হচ্ছে। নাসির মাদবরের অপরাজনীতি বন্ধ করতে থানা ও বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের শীর্ষ নেতাদের হস্তক্ষেপ কামনা করেন সাধারণ নেতাকর্মীরা।