বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, সাবেক সফল রাষ্ট্রপতি ও স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের ৪১ তম শাহাদাৎ বার্ষিকী পালন করেছে বক্তাবলী ইউনিয়ন ৫নং ওয়ার্ড বিএনপি।
মঙ্গলবার (৭ জুন) বাদ জোহর লক্ষীনগর পশ্চিম পাড়া খান বাড়ি সংলগ্ন বাইশ ময়ালী কার্যালয়ে ৫নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক কাশেম খানের নেতৃত্বে মিলাদ ও খাবার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন সাইফুল খান, আলমগীর হোসেন, কবির মীর,নুরুল আমিন,মুজাহিদুল ইসলাম সেলিম খান,নাসির,রতন,রিফাত প্রমুখ।
সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন,জিয়া স্বাধীনতার ঘোষনা দিয়েছেন বলে বাংলাদেশ স্বাধীন হয়েছে। তার জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতোনা।জিয়াই একমাত্র ব্যক্তি যিনি দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন।
বাংলাদেশ কে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে গ্রামে গ্রামে খাল কাটা কর্মসূচি পালন করেছেন।বর্তমান সরকার জিয়া পরিবারের জনপ্রিয়তায় ভীত হয়ে খালেদা জিয়া, তারেক জিয়াকে সাজানো মামলায় দন্ড দিয়েছে। অবিলম্বে খালেদা জিয়া, তারেক রহমানের সকল মামলা প্রত্যাহারের দাবী জানান বক্তারা।
পরে দুঃস্থদের মাঝে খিচুড়ি বিতরণ করা হয়।