পটুয়াখালীতে পবিত্র ঈদ- উল আযহা উপলক্ষ্যে মুক্তিযোদ্ধা,অগ্নিকান্ড ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী ও জেলা পরিষদের স্কুল এন্ড কলেজ শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার স্বরূপ চেক বিতরন করেছে জেলা পরিষদ। বৃহষ্পতিবার (৭ জুলাই) বেলা ১১ টায় জেলা পরিষদ সম্মেলন কক্ষে জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ খলিলুর রহমান মোহন মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে চেক বিতরন করেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ হুমায়ুন কবির।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর এ.কে.এম শহীদুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মোঃ রফিকুল ইসলাম। বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সোবাহান হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা কাজী আঃ মোতালেব, বীর মুক্তিযোদ্ধা মোঃ বজলুর রহমান প্রমুখ।
জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান চেয়ারম্যানের দায়িত্ব পালন থেকে প্রতিবছরের ন্যায় এ বছরও প্রতিজনকে ৫ হাজার টাকা করে ৪০ জন মুক্তিযোদ্ধা,অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ২০ জন ব্যবসায়ী ও ৩০ জন শিক্ষার্থীকে চেক বিতরন করা হয়।