নারায়ণগঞ্জে জমে উঠেছে কোরবানির পশুর হাট। এবারে নারায়ণগঞ্জের বিভিন্ন হাটে দেশের উত্তরবঙ্গসহ বিভিন্ন জেলা থেকে ব্যাপারীরা কোরবানির পশু নিয়ে উপস্থিত হয়েছেন।
বৃহস্পতিবার (৭ জুলাই) সকালে সরেজমিনে এ দৃশ্য দেখা যায়। এরই মধ্যে হাটে অনেক ভালো গরু দেখা গেছে। তবে গত বছরের চেয়ে দাম বেশ চড়া হওয়ায় ব্যবসায়ীরা বলছেন, গো-খাদ্যের দাম বৃদ্ধি ও লালন-পালনের খরচ বেড়ে যাওয়ায় দামও বেড়েছে।
জানা গেছে, নারায়ণগঞ্জের সদর উপজেলায় অনেক জায়গায় কোরবানির পশুর হাট বসেছে। এখন প্রতিটি হাটেই কোরবানির পশু বিক্রি হচ্ছে। হাটগুলোতে বড়-ছোট, মাঝারি প্রচুর গরু উঠলেও দাম বেশ চড়া। গরু কিনতে গিয়ে দরদাম নিয়ে হিমশিম খাচ্ছেন ব্যবসায়ীরা। গত বছরের তুলনায় এবার গরুর দাম বৃদ্ধি পেয়েছে ১০ থেকে ১৫ ভাগ। তবে দেশি গরু এবার বাজারে বেশি দেখা যাচ্ছে।
সাধারণ ক্রেতারা বলছেন, হাটে গরুর দাম বেশি হওয়ায় ঈদে কোরবানি নিয়ে সংশয়ে পড়েছেন তারা। তারা বলছেন, ঈদ যত ঘনিয়ে আসছে, দাম আরও বৃদ্ধি পাচ্ছে। এতে গরু কেনা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন।
ফতুল্লা বাজার পরিচালনা কমিটির সভাপতি শরীফ আহমেদ বলেন, এবার ভারতীয় গরু নেই বললেই চলে। দেশি গরুতে বাজারগুলো ভরপুর। তবে ব্যাপারীরা এবার নিশ্চিন্তে গরু নিয়ে বাজারে আসছে। কোনো সমস্যা হচ্ছে না।