শফিকুল ইসলাম শফিকঃ নারায়ণগঞ্জ সদর উপজেলা পাগলা তালতলায় জমে উঠেছে কোরবানী পশুর হাট আর এই পশুর হাটে গ্রামগঞ্জ থেকে ছোট-বড় গরু মহিষ আনছেন বিক্রেতারা, ৭ জুলাই (বৃহস্পতিবার) দুপুরের পরে কোরবানি পশুর হাট পরিদর্শনে আসেন ইউ এন ও রিফাত ফেরদৌস। নানা সাইজের গরু মহিষে ভরে উঠেছে এই হাট। দাম চড়া থাকায় অনেক ক্রেতা ফিরে এসেছেন। আবার অনেকে দরদামে ব্যস্তমুখর হয়ে পড়েছে।
প্রতিবছরের ন্যায় এবছরও দীর্ঘলাইন জুড়ে জমে উঠেছে পাগলা তালতলায় কোরবানী পশুর হাট।
তবে হাটে দেশীয় মাঝারি সাইজের গরুর চাহিদা বেশি রয়েছে । তাই এই জাতের গরুর দাম তুলনা মূলকভাবে বেশি। পাশাপাশি বড় আকারের গরু ও মহিষ চোখে পড়ে। দাম কিন্তু সামঞ্জস্যপূর্ণ। বাজারে বহুজন কোরবানীর কাঙ্খিত পশুর হিসেব মিলাতে পারলেও অনেকে পারেননি। ক্রেতারা টেনশনে রয়েছেন কোরবানীর শেষের দিকেও কেনার অপেক্ষার প্রহর গুনছেন তারা।
পশুর বাজারে আসা স্থানীয় কয়েকজন জানালেন, কোরবানির জন্য দেশীয় গরুর দিকে ঝুঁকছেন ক্রেতারা। কিন্তু দাম চড়া। বেশ সংখ্যক গরু ও বেচাবিক্রি হয়েছে বলে জানান তারা।
দেখা যায়, গরু মহিষ রাখার জন্য আলাদা পরি সরে সুন্দর ব্যবস্থা রয়েছে। আইনশৃংখলা বাহিনি সর্বদা টহলে রয়েছে। জাল নোট শনাক্তকরন বুথ রয়েছে বিশাল এই পশুর হাটে।
হাটের ইজারাদার হাজী মীর হোসেন মীরু জানান এই হাটের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের লক্ষ্যে পুলিশী টহল অব্যাহত রয়েছে। ক্রেতা-বিক্রেতা যাতে সুষ্ঠ ও সুন্দর পরিবেশে কাঙ্খিত, পছন্দের গরু মহিষ কিনতে পারে সেই ব্যবস্থা করা হয়ছে । বাজারের সুন্দয্যে বাড়াতে তোরণও স্থাপন করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জসিম উদ্দিন, আওয়ামী লীগ নেতা লিটন হাওলাদার, ৬ নং ওয়ার্ডের মেম্বার হাজী রোকন, আলমগীর ভূঁইয়া, লিটন সহ আরো অনেকেই।