আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার আমতলী পৌরসভার মিলনায়তনে পৌর এলাকার সকল মসজিদের ইমাম ও মোয়াজ্জিমদের নিয়ে ইমাম সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আমতলী পৌরসভা এ সমাবেশের আয়োজন করে।
আজ শুক্রবার বিকেল সাড়ে ৫ টায় পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মতিয়ার রহমান ইমাম সমাবেশে সভাপতিত্ব করেন।
সমাবেশে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক মোঃ জাকির হোসেন, আমতলী কেন্দ্রীয় মডেল মসজিদের ইমাম মাওলানা আলহাজ্ব মোঃ আব্দুর নূর, রেভিনিউ জামে মসজিদের ইমাম মাওলানা আলহাজ্ব মোঃ আনিসুর রহমান, ইউএনও অফিস জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ সিদ্দিকুর রহমান, ও মাওলানা আজিজুর রহমান প্রমুখ।
সভায় ৫০ জন ইমাম এবং ৫০ জন মোয়াজ্জিম অংশগ্রহন করেন।
সমাবেশ শেষে ঈদুল আযহা উপলক্ষে পৌর মেয়র মোঃ মতিয়ার রহমানের পক্ষ থেকে প্রত্যেকে মসজিদের ইমামকে নগদ ৩ হাজার টাকা ও ৩০ কেজি এবং মোয়াজ্জিমদের নগদ ১ হাজার ৫০০ টাকা ও ৩০ কেজি করে চাল প্রদান করা হয়।
রা হয়।