আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার আমতলীতে উপজেলা প্রশাসনের আয়োজন বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিলো র্যা লি ও আলোচনা সভা।
বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্নাঢ্য র্যা লি বের হয়ে শহরের প্রধান সড়কগুলি প্রদক্ষিণ করে। র্যা লীতে উপজেলার বিভিন্ন সরকারী কার্যালয়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি পরিবার পরিকল্পনা কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা অংশ নেয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম আব্দুল্লাহ বিন রশিদের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বরগুনা জেলা প্রমাসক মোঃ হাবিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. মজিবুর রহমান, মহিলা ভাইন চেয়ারম্যান তামান্না আফরোজ মনি। বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন, ডাঃ বুলবুল আহমেদ প্রমুখ।