উজ্জীবিত বাংলাদেশ:- শনিবার ২৬ জানুয়ারি ঢাকার সেগুনবাগিচায় প্রফেসর আখতার ইমাম অডিটোরিয়ামে “সন্ত্রাস ও মাদক নিয়ন্ত্রনে আমাদের করনীয়” শীর্ষক আলোচনা সভা, মেধাবী ছাত্র-ছাত্রীদের সংবধনা ও গুনীজিন সম্মাননা অনুষ্ঠান হয়। গুনীজিন সম্মাননা অনুষ্ঠানে সিনিয়র সহ-সভাপতি নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির এড.মোঃরেজাউল করিম খানকে আইন পেশায় বিশেষ অবদানে সম্মাননা স্বীকৃতি জ্ঞানতাপস ড.মুহম্মদ শহীদুল্লাহ স্মৃতি এওয়ার্ড প্রদান করা হয়। বাংলাদেশ গনতন্ত্র কমিশনের চেয়ারম্যান মাননীয় বিচারপতি মোঃশামসুল হুদা নিকট থেকে এড.মোঃ রেজাউল করিম খান সম্মাননা এওয়ার্ডটি গ্রহন করেন।
জ্ঞানতাপস ড.মুহম্মদ শহীদুল্লাহ স্মৃতি এওয়ার্ড অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপদেষ্টা বাংলাদেশ আওয়ামীলীগ ও ভাইস চেয়ারম্যান বাংলাদেশ বার কাউন্সিলের এড.ইউসুফ হোসেন হুমায়ন, সিনিয়র সহ-সভাপতি ঢাকা মহানগর দক্ষিন আওয়ামীলীগের ৩৮ নং ওয়ার্ডের কাউন্সিলর বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু আহমেদ মন্নাফী,এডভোকেট সুপ্রিম কোর্ট .ড.মোঃ আব্দুর রহিম,এস.এম.মেহেদী হাসান,আরিফ আলী সহ প্রমুখ।
উল্লেখ্য ইতিপূর্বে এড.মোঃ রেজাউল করিম খান বাংলাদেশ কবি সংসদ থেকে আইনপেশা ও সমাজসেবায় বিশেষ অবদানে সম্মাননা স্বীকৃতি পান।