মঙ্গলবার (২৯ নভেম্বর) বিকেল ৪টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বক্তাবলী গণহত্যা স্মরণ পরিষদের উদ্যোগে ‘বক্তাবলী গণহত্যা দিবস’ পালন করা হয়। গণহত্যা দিবসের স্মরণ সভায় সভাপতি করেন বক্তাবলী গণহত্যা স্মরণ পরিষদের আহ্বায়ক, বর্ষিয়ান নেতা দেলোয়ার হোসেন চুন্নু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বক্তাবলী গণহত্যা স্মরণ পরিষদের সদস্য সচিব সালাউদ্দিন আহমেদ। স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ যাদুঘর ট্রাষ্ট্রি সদস্য মফিদুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি। আরো বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি অ্যাডভোকেট এ. বি, সিদ্দিক, খেলাঘরের সংগঠক রথীন চক্রবর্তী, নারীনেত্রী লক্ষ্মী চক্রবর্তী, ন্যাপ নেতা অ্যাডভোকেট আওলাদ হাসান, কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি হাফিজুল ইসলাম, বাসদ নেতা নিখিল দাস, নারায়ণগঞ্জ জেলা খেলাঘরের সভাপতি জহিরুল ইসলাম জহির, সমমনা’র সাধারণ সম্পাদক গোবিন্দ সাহা প্রমূখ। সভায় বক্তারা ২৯ নভেম্বর বক্তাবলী গণহত্যায় নিহত ১৪৭ জন শহীদের রাষ্ট্রীয় স্বীকৃতি দাবী করা হয়। পাশাপাশি এই বদ্ধভূমিকে সংরক্ষণ ও রাষ্ট্রীয় স্বীকৃতি আদায়ে স্থানীয় প্রশাসনকে যথাযথ ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। স্মরণ সভায় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি ভবানী শংকর রায়, সাধারণ সম্পাদক শাহীন মাহমুদ, বাংলাদেশ প্রগতি লেখক সংঘ, নারায়ণগঞ্জ জেলার সভাপতি জাকির হোসেন, শ্রতি সাংস্কৃতিক একাডেমি’র সভাপতি মাঈনুদ্দিন মানিক, সমাজ অনুশীলন কেন্দ্রের অন্যতম সংগঠক রঘু অভিজিৎ রায়, সম্মিলিত সামাজিক আন্দোলনের নারায়ণগঞ্জ জেলার সহ-সভাপতি সেলিম ভূইয়া প্রমুখ।





















