অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে : বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এসএম ইমামুল হক বলেন, যারা বাংলা ভাষায় কথা বলতে পারে না তারা হলেন সংখ্যালঘু। এখন কেউ আর সংখ্যালঘু নয়। ধর্মকে পুঁজি করে এক শ্রেণীর লোকজন রাজনীতি করছেন। তারা দেশের ভাল চায় না। শিক্ষকদের বলেন স্কুলের মাঠে জাতীয় সংগীতের পরে শিক্ষার্থীদের জয়বাংলা শ্লোগান শিখাবেন। শিক্ষার্থীদের শুধু এ প্লাস পেলেই হবেনা, তাদের বাইরের মেধাও থাকতে হবে। বরিশালের আগৈলঝাড়া উপজেলার সরকারী গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ১২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের উদ্বোধনী সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
গতকাল রোববার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ওই বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি বিপুল চন্দ্র দাসের সভাপতিত্বে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের উদ্বোধনী সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাত, জেলা আওয়ামীলীগ কার্যনিবাহী সদস্য মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, ওই বিদ্যালয়ের সাবেক এসএমসি সভাপতি মো. গিয়াস উদ্দিন মোল্লা, ভাইস চেয়ারম্যান জসীম সরদার প্রমুখ। এসময় প্রধান অতিথি বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এসএম ইমামুল হকের সফরসঙ্গী ছিলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা রুহুল আমিন, জনসংযোগ বিভাগের উপ-পরিচালক ফয়সাল মহম্মদ, বাংলা বিভাগের প্রধান মোহসিনা হোসেন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান শরিফা উম্মে শিরিন।
এসময় উপস্থিত ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফজাল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, গৈলা ইউপি চেয়ারম্যান মো. শফিকুল হোসেন টিটু, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জহিরুল হক প্রমুখ। এসময় প্রধান অতিথি বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এসএম ইমামুল হক পায়রা উড়িয়ে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন। পরে তিনি উপমহাদেশের প্রখ্যাত বিজয় গুপ্তের মনসা মন্দির পরিদর্শন করেন।





















