অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া বরিশাল :- বরিশালের আগৈলঝাড়ায় ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন শিক্ষার্থীসহ শতশত যানবাহন পারাপার হচ্ছে। ব্রিজের মাঝে ডেকপ্লেট ভেঙে যাওয়ায় চলাচলের সর্তকতার জন্য বাঁশ দেয়া হয়েছে। উপজেলার গৈলা ইউনিয়নের কালুপাড়ার ঘটকের পোল আয়রন ব্রিজটি নির্মাণ করা হয়েছে প্রায় ত্রিশ বছর পূর্বে। যদিও আয়রন ব্রিজের পাশেই আঞ্চলিক মহাসড়কের মজবুত ও প্রশস্ত ব্রিজ রয়েছে।
পুরনো আয়রন ব্রিজটি কর্তৃপক্ষ কয়েক বছর পূর্বে সরিয়ে নিতে চাইলে স্কুল শিক্ষার্থী ও স্থানীয়রা তা অপসারণ করতে দেয়নি। গৈলা বাজারে স্থানীয়দের যাতায়াত ও গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পারাপারের সুবিধার জন্যে তখন এই ব্রিজটি সরাতে দেয়নি। ইতোপূর্বে ব্রিজটিতে জোড়াতালি দেয়া হলেও সাম্প্রতিক সময়ে লোহার পাটাতন (ডেকপ্লেট) সহ ব্রিজের একাধিক স্থানে ডেকপ্লেট ছোট বড় ছিদ্র হয়ে বিপদজনক অবস্থায় রয়েছে। তারপরেও শিক্ষার্থী ও যানবাহন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে। ঝুঁকিপূর্ণ এই ব্রিজটি দ্রæত মেরামত করা না হলে যেকোন বড় ধরণের দুর্ঘটনা ঘটতে পারে। ব্রিজের মাঝে বাঁশ দিয়ে চলাচলের জন্য সর্তক করে দেয়া হয়েছে।
এবিষয়ে বরিশাল সওজ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী অরুন কুমার চৌধুরী সাংবাদিকদের জানান, ব্রিজের মাঝখানে কিছু সমস্যা হয়েছে। দ্রæত ওই ব্রিজটি মেরামতের ব্যবস্থা করা হবে।