মো. সাইদুল ইসলাম, বেনাপোলে প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ কে সামনে রেখে যশোর সীমান্তসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার সকালে শার্শা উপজেলার আমড়াখালী চেকপোস্টে এক প্রেসব্রিফিংয়ে এ তথ্য জানান যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী।
তিনি জানান, দক্ষিণ-পশ্চিম রিজিয়নের ১৮ জেলার ১০৮টি উপজেলায় ৬২টি সংসদীয় আসনে মোট ১৮৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। উপজেলা ভেদে সর্বোচ্চ ৬ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছে। নির্বাচনী নিরাপত্তা নিশ্চিত করতে ৯৩টি অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন করা হয়েছে এবং বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করছে।
তিনি আরও বলেন, যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর আওতাধীন ৩টি জেলার ১৬টি উপজেলায় ১১টি সংসদীয় আসনে প্রায় ৩১ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। এসব এলাকায় ১১টি অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন করা হয়েছে।
এদিকে বেনাপোলসহ সীমান্তবর্তী বিভিন্ন চেকপোস্টে ডগ স্কোয়াড ও আধুনিক সরঞ্জাম ব্যবহার করে যানবাহন তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি অবৈধ পারাপার, অস্ত্র ও নাশকতা প্রতিরোধে ডমিনেশন পেট্রোল জোরদার করা হয়েছে। যেকোনো পরিস্থিতি পর্যবেক্ষণে ড্রোন ও বডি ওর্ন ক্যামেরা ব্যবহার করা হচ্ছে।
বিজিবি জানায়, নির্বাচনকালীন সময়ে তারা সম্পূর্ণ নিরপেক্ষ অবস্থান থেকে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুসরণ করে অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করবে, যাতে ভোটাররা নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।




















