একটি বাড়ির কাজ করার সময় পাশের বাড়ির মালিক ও নির্মাণ শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে ১০ এপ্রিল সকালে নারায়ণগঞ্জ সদর উপজেলা কুতুবপুরের ব্রাহ্মণ গাও মুসলিম পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। এতে কয়েকজন শ্রমিক আহত হয়েছেন। এই বিষয়ে ফতুল্লা মডেল থানায় পাল্টাপাল্টি অভিযোগ করা হয়েছে।
পরের দিন ১১ এপ্রিল সকালে বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ফতুল্লা থানা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন। মিছিলটি চিতাশাল এলাকা থেকে শুরু করে নয়ামাটি শাহীবাজার নূরবাগ প্রদক্ষিণ করে দেউল পাড়া কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টুর অফিসের সামনে গেলে চেয়ারম্যান তাদেরকে বিচারের আশ্বস্ত করায় তারা মিছিল শেষ করেন।