নেত্রকোনা সদর উপজেলার ১১নং কালিয়ারা গাবরাগাতী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আমজাদ হোসেন খান নেতৃত্বে সুরেশ্বরী নদীর শাখার বালছ নদী খনন ও ব্রীজ নির্মানের দাবিতে এলাকাবাসী মানববন্ধন করেছে।
বুধবার (১২ই এপ্রিল) বারহাট্রা রায়পুরসহ ৪ ইউনিয়নের জনসাধারনের স্বার্থে এ মানববন্ধন করা হয় । মানববন্ধনে চেয়ারম্যান মোঃ আমজাদ হোসেন খান বলেন, এই ৪ ইউনিয়নে আমাদের দাবী হল ধামরীহালা বাজার বালছ নদীর পশ্চিম পাশে এই বিল বিলান্ত এলাকার উৎপাদিত ফসল। ব্রিজের জন্য ন্যায্য মুল্য থেকে কৃষকরা বঞ্চিত। পাশাপাশি এই নদীর উজানে কিছু খোদাই করা আছে।কিছু এলাকার ভেতরে এই বালছ নদী খোদাই না হওয়ার কারনে পাহাড়ী ঢলে বালু পড়িয়া এই সমস্ত এলাকার ফসল নষ্ট হওয়ার কারন হচ্ছে।
তিনি আরও বলেন, পাহাড়ি ঢল আসলেই ঘোটা এলকা তলিয়ে যায়। সমস্ত রাস্তা ঘাট বেঙ্গে যায়। পাহাড়ি ঢল যখন আসে চতুর দিকে রাস্তা ঘাট যেগুলো আছে সব গুলো বেঙ্গে এলকার পরিবেশ নষ্ট হয়ে যায়। মানুষের চলাচলের ক্ষতি হয়। এবং ফসলের ক্ষতি হয়। এই কারনে কৃষক ন্যাজ্য মুল্য থেকে বঞ্চিত হয়।এই দাবিতে বালছ নদী খনন করা ও ব্রিজ নিমার্নে এলাকাবাসী ও চেয়ারম্যান উদ্যোগে মানববন্ধন করেন। আরও বলেন ধামড়ীহালা একটি ঐতিহ্যবা হী বাজার এই বাজারের পশ্চিম সাইটে ব্লক বসানোর জন্যা এলাকাবাসী ও চেয়ারম্যান এই মানববন্ধনে কথা বলেন।