নারায়ণগঞ্জের চোখ অনলাইনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ এপ্রিল) সন্ধ্যায় শহরের আমলাড়া এলাকার হোসিয়ারি সমিতি ভবনের দ্বিতীয় তলায় এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
নারায়ণগঞ্জের চোখের সহকারী সম্পাদক মাসুদুর রহমান তালুকদারের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, জেলা গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়ক অঞ্জন দাস, নারায়ণগঞ্জের চোখের উপদেষ্টা মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. নুরুল হুদা, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শেখ মো. গোলাম মোর্শেদ গালিব, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন খোকন, মহানগর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মো. অপু, রেজাউল করিম, মারুফ হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী বাবুল হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা যুবদল নেতা রেজা ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এসময় বক্তারা নারায়ণগঞ্জের চোখ অনলাইনের সার্বজনীন মঙ্গল কামনা করেন। সেই সাথে সততা ও বস্তুনিষ্ট সংবাদের মাধ্যমে এগিয়ে যাবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।