মাইনুল ইসলাম রাজু,আমতলী (বরগুনা) প্রতিনিধি:- বরগুনার আমতলী উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এ্যাডঃ এমএ কাদের মিয়ার শপথ গ্রহন বরিশাল বিভাগীয় কমিশনারে কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে শপথবাক্য পাঠ করান বরিশাল বিভাগীয় কমিশনার আমিন উল আহসান।
এসময় উপস্থিত ছিলেন আমতলী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মজিবুর রহমানসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ আওয়ামী লীগের নেতৃবৃন্দ, বীরমুক্তিযোদ্ধা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য আমতলী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান ঋণ খেলাপির দায়ে উচ্চ আদালতের রায়ে তার পদ শূন্য ঘোষনা করা হলে গত ১৬ মার্চ আমতলী উপজেলা চেয়ারম্যান পদে পুনঃনির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে শেখ হাসিনার মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এম এ কাদের মিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে বিজয়ী হন