সদ্য বিদায়ী জেলা শিক্ষা অফিসার মো.শরিফুল ইসলামকে সংবর্ধনা দিয়েছে শিক্ষা ও শিক্ষক কর্মচারী উন্নয়ন পরিষদ সদর নারায়ণগঞ্জের নেতৃবৃন্দ।
বদলী জনিত কারনে ১৩ এপ্রিল বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জ জেলা অফিসার মো. শরিফুল ইসলামকে জেলা অফিসা কার্যালয়ে এ সংবর্ধনা দেয়া হয়। সংগঠনের সভাপতি এ.কে.এম ইব্রাহীম ও সাধারন সম্পাদক আবদুস সোবহানের উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জেলা শিক্ষা অফিসের প্রশিক্ষণ সমন্বয়ক ইমন মিয়া, গবেষনা কর্মকর্তা মাজমুন নাহার,সোনারগাঁ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম প্রধান, বন্দর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, কাইয়ূম, আড়াই হাজার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কেএম আলমগীর, ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন, ধর্মগঞ্জ ইসলামিয়া দাখিল মাদ্রার সুপার মাওলানা আবদুল মজিদ, নারায়ণগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদুল হাসান, বেগম রোকেয়া খন্দকার পৌর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতানা বেগম রতœা, সৈয়দ পুর বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফায়েল আহম্মেদ, মিজমিজি পাইনাদী রেকমত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলী, বন্দর বিএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুর রহমান।