নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌরসভায় সুন্দর আলী ও গোপালদী পৌরসভায় হালিম শিকদারকে পুনরায় মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। শনিবার (১৫ এপ্রিল) দুপুরে গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার ও জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় তাদের নাম চুড়ান্ত করা হয়।
গত ২০১৮ সালের নির্বাচনেও আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে আড়াইহাজার পৌরসভায় সুন্দর আলী ও গোপালদী পৌরসভায় এম এ হালিম সিকদার বিপুল ভোটের ব্যবধানে বিএনপি সমর্থিত প্রার্থীদের পরাজিত করে মেয়র নির্বাচিত হয়েছিলেন। স্থানীয় রাজনীতিতে দুইজনই সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর রাজনীতি করেন।
ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ জুন আড়াইহাজার পৌরসভায় এবং ২১ জুন গোপালদী পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।
আড়াইহাজার পৌরসভার নির্বাচনে মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ ১৬ মে, মনোনয়ন পত্র বাছাইয়ের শেষ তারিখ ১৮ মে, মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল ১৯-২১ মে, আপিল নিস্পত্তি ২২-২৪ মে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৫ মে, প্রতিক বরাদ্দ ২৬ মে।
অন্য দিকে, গোপালদী পৌরসভা নির্বাচনে মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ ২৩ মে, মনোনয়ন পত্র বাছাইয়ের শেষ তারিখ ২৫ মে, মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল ২৬-২৮ মে, আপিল নিস্পত্তি ২৯-৩১ মে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১ জুন, প্রতিক বরাদ্দ ২ জুন।