নারায়ণগঞ্জের বন্দরের ফরাজীকান্দায় প্রয়াত চেয়ারম্যান রাইসুল ইসলামের জমি দখল করতে গিয়ে হোন্ডাবাহিনীর সদস্যদের ছোড়া গুলিতে দীর্ঘদিন অসুস্থ থেকে প্রায় ১৯ দিন পর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায় তার পারভেজ। সেই ঘটনায় মামলাও করেছেন প্রয়াত চেয়ারম্যানের ছোট ছেলে তানভীর। ঘটনাটি ভিন্নভাতে প্রবাহিত করতে তাদেও বাড়িতে গিয়ে দুঃখ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত সাংসদ নাসিম ওসমানের সহধর্মীনি পারভীন ওসমান ও ছেলে আজমেরী ওসমান।
এদিকে জমি দখল করতে গিয়ে হোন্ডাবাহিনীর তান্ডবলীলার পর পিজা শামীম ও কিলার আমিরসহ অনেকের বিরুদ্ধে মামলা করেছেন প্রয়াত চেয়ারম্যানের ছোট ছেলে। মামলায় ২/৪ জন ছিচকে সন্ত্রাসীকে আটক করলেও হোন্ডাবাহিনীর অন্যতম সদস্য কাজি আমিরসহ বাকীদের গ্রেফতার করতে ব্যর্থতার পরিচয় দিয়েছেন পুলিশ প্রশাসন। উক্ত ঘটনায় আসামী হওয়ার পর দীর্ঘ ২৮ দিন পর শুক্রবার বীরদর্পে সিদ্ধিরগঞ্জের আরামবাগ এলাকায় প্রবেশ করে নিজ অফিস খুলে আড্ডা দেন কাজি আমির।
এর আগেও জালকুড়ি এলাকায় এক ব্যবসায়ীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা চেয়ে জেলা গোয়েন্দা পুলিশের ধাওয়া খেয়ে প্রায় ৮ দিন পর নিজ এলাকা আরামবাগে প্রবেশ করেছিলেন বিতর্কিত নামধারী যুবলীগ নেতা কাজি আমির হোসেন।
স্থানীয়দের দাবী,এভাবে একের পর এক অপকর্ম করে পুলিশী ভয়ে কিছুদিনের জন্য গা-ঢাকা দেয় এ চাঁদাবাজ,অস্ত্রধারী সন্ত্রাসী এবং বহু অপকর্মের হোতা কাজি আমির। তার বিরুদ্ধে মামলা কিংবা থানায় অভিযোগ দায়ের করা হলেও তা অদৃশ্য কারনে হাওয়া হয়ে যায় অবৈধভাবে উপার্জনকৃত টাকার কারনে। তারা আরো বলেন,এভাবে কাজি আমির দিনের পর দিন আরো বেপরোয়া হয়ে উঠছে। কারন কোন অপরাধ করে যদি টাকার বিনিময়ে ছাড় পাওয়া যায় তাহলে অপরাধ করে টাকা উপার্জন করে তা রুখতে বড় অপরাধীদেরকে কিছু করলে যদি সাত খুন মাফ হতে পারে তাহলে অপরাধ কিংবা অপরাধী কোনভাবেই নির্মুল করা সম্ভব নয়। স্থানীয়রা আরো জানান,ঈদের পুর্বে এলাকায় প্রবেশ করেই তার বাহিনীর মাধ্যমে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে টাকার জন্য সংবাদ পাঠাচ্ছে আর এতে দুঃশ্চিন্তায় রয়েছেন ব্যবসায়ীরা। তারা আরও বলেন,কাজি আমিরের এত বেপরোয়ার মুলে রয়েছেন সাবেক সাংসদ নাসিম ওসমানের পুত্র আজমেরী ওসমান।
এদিকে আমির হোসেনের পুনরায় এলাকায় প্রবেশ করাতে আতংকিতভাবে দিন কাটছে স্থানীয়দের। কারন তিনি নাকি কয়েক লাখ টাকা প্রশাসনকে দিয়েছে। এখন সেই টাকা উঠাতে কার উপর চাপ প্রয়োগ করে তা বলা মুশকিল। কারন আজমেরী ওসমানের সাথে সখ্যতা গড়ার পর থেকে অনেকটা বেপরোয়া হয়ে উঠেছে আমির ও তার বাহিনীর সদস্যরা। মাদক,ইভটিজিং,ছিনতাই,চুরিসহ এমন কোন অপকর্ম নেই যা আমিরের বাহিনীর দ্বারা হয়না। ইতিপুর্বে এনসিসি ৮নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লাকে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করে আলোচনায় আসে এ আমির হোসেন। সেই মামলায় ১নং আসামীও ছিলেন আমির হোসেন। এছাড়াও ব্রাম্মনবাড়িয়ার আশুগঞ্জ থানায় ফেব্রিক্স কন্টেইনারে ডাকাতি মামলায় ৬ মাস জেল খাটে এ আমির হোসেন। কুতুরপুর ৯নং ওয়ার্ড যুবলীগের সাধারন সম্পাদক জাকির হোসেন জুয়েলকে প্রকাশ্যে পিস্তলের বাট দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করেছিলো মাদক সম্রাট আমির।
স্থানীয়দের দাবী, প্রায় ৮টি মামলা ও বিভিন্ন থানায় প্রায় ১৮টি জিডি থাকার পরও কিভাবে এতটা প্রকাশ্যে আরামবাগসহ পুরো সিদ্ধিরগঞ্জে অপরাধের তান্ডবলীলা চালায় তা আমাদের বোধগম্য নয়। কাজি আমিরকে দ্রæত গ্রেফতারে র্যাব-১১ এবং পুলিশ সুপারের সদয় হস্তক্ষেপ কামনা করেন স্থানীয়রা।