নিজস্ব প্রতিবেদক : সীমান্ত প্রেস ক্লাব বেনাপোলের আয়োজনে ইফতার ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ইফতারের আগ মুহূর্তে দেশ ও জাতির উন্নয়ন, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
বুধবার বিকেলে সীমান্ত প্রেস ক্লাবের হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইফতার মাহফিলে প্রেস ক্লাবের সভাপতি মো. আইয়ুব হোসেন পক্ষী, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিপন, সাংগঠনিক সম্পাদক মো. রাসেল ইসলাম, সহ-সভাপতি মনির হোসেন ও জাহাঙ্গীর আলম। যুগ্ম-সাধারণ সম্পাদক তামিম হোসেন সবুজ সহ সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।