রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে নিহতদের রূহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ন আহ্বায়ক নাজমুল হাসান বাবু’র উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) শিবু মার্কেট লামাপাড়া বাইতুল আমান জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এই দোয়া অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ন আহ্বায়ক নাজমুল হাসান বাবু বলেন,মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্ত হয় এবং স্কুলের অনেক ছোট বাচ্চা মারা গেছে। যারা শহিদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং আহতদের দ্রুত সুস্থতার জন্য দোয়া করি।
তিনি আরো বলেন, এই মর্মান্তিক ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। যারা মৃত্যুবরণ করেছে তারা শহিদের মর্যাদা পাক এবং যারা আহত তারা দ্রুত সুস্থ হয়ে উঠুক সে দোয়া করি। এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা এড়াতে যথাযথ তদন্ত ও কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। নিহতদের প্রতি সম্মান ও আহতদের প্রতি সহানুভূতি দেখানো মানবিক দায়িত্ব। আমরা যে যার অবস্থানে থাকি না কেন, সকলের অবস্থান থেকে বিমান দুঘর্টনায় আহতদের পাশে থেকে সহযোগিতা করা আমাদের ঈমানি দায়িত্ব।