নারায়ণগঞ্জের তিনটি আসনকে যেভাবে পূনর্বিন্যাস করা হয়েছে তাতে নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন নারায়ণগঞ্জের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও নারায়ণগঞ্জের সচেতন মহলসহ সর্বস্থরের সাধারন মানুষ।
যে বিষয়কে সামনে রেখে তিনটি আসন পূর্বিন্যাস করা হয়েছে তা বাস্তবসম্মত বলেই মনে করেন অনেকে। এই সংসদীয় আসন গুলোতে দুটি বিষয়কে মাথায় রেখে ” আসন বিন্যাস করা হয়েছে। সেই দুটি বিষয় হলো জনসংখ্যা বা ভোটার সংখ্যা এবং প্রশাসনিক কাজের সুবিধা।
যেভাবে আসন বিন্যাস করা হয়েছে তা বাস্তবায়ন করা সম্ভব হলে নারায়ণগঞ্জের সব আসনেই ভোটার সংখ্যা থাকবে চার লাখ থেকে পাঁচ লাখ। যেমন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকার ভোটার সংখ্যা হলো পাঁচ লাখ সতেরো হাজার। তাই শুধু সিটি করপোরেশন এলাকা নিয়ে করা হচ্ছে নারায়ণগঞ্জ-৫ আসন।
বিপরিতে আগে নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের যে এলাকা ছিলো সেখানে ভোটার সংখ্যা ছিলো সাড়ে সাত লাখ। তাই এই আসন থেকে সিদ্ধিরগঞ্জ থানা এলাকা বাদ দিলে ভোটার সংখ্যা অনেক কমে আসবে। যদিও এই আসনের অন্তর্ভুক্ত হচ্ছে আলীরটেক ও গোগনগর ইউনিয়ন। কিন্তু এই দুই ইউনিয়নে ভোটার সংখ্যা খুবই কম। এছাড়া সোনারগাঁ আসনে বর্তমানে ভোটার সংখ্যা তিন লাখ পয়তাল্লিশ হাজার।
এই আসনে বন্দর উপজেলার পাঁচটি ইউনিয়ন যোগ হলে ভোটার বেড়ে হবে কম বেশি পাঁচ লাখ। তাই ভোটারদের মাঝে একটি সমতা আনার জন্যই এভাবে আসন পূনর্বিন্যাস করা হচ্ছে। এছাড়া সিটি করপোরেশন আর ইউনিয়ন পরিষদের উন্নয়ন বাজেট সম্পূর্ণ আলাদা হয়ে থাকে। তাই একই আসনে যদি সিটি করপোরেশন আর ইউনিয়ন পরিষদ থাকে তাহলে একজন এমপি ওই এলাকার উন্নয়নে সমন্বয় করতে পারেন না।
তাই এই তিনটি সংসদীয় আসন পূর্ণবিন্যাস হওয়ায় নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছে নারায়ণগঞ্জের বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারন জনগন।
সংসদীয় আসনের সীমানা পূর্ণবিন্যাস প্রসঙ্গে সাবেক সংসদ সদস্য মো. গিয়াসউদ্দিন বলেন, “নির্বাচন কমিশন কর্তৃক নারায়ণগঞ্জের তিনটি আসনের সীমানা পুন:নির্ধারণ করে যে খসড়া প্রকাশিত হয়েছে, আমি সেই পদক্ষেপকে স্বাগত জানাই।” আমার এই পদক্ষেপের বিষয়ে কোনো আপত্তি নেই।
সংসদীয় আসনের সীমানা নির্ধারণ নিয়ে নির্বাচন কমিশনের কারিগরি কমিটির প্রস্তাবনার সমর্থন ও নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য মো. শাহআলম।
এ প্রসঙ্গে তিনি বলেন, জনসংখ্যা বা ভোটার সংখ্যা, প্রশাসনিক কাজের সুবিধা, জনসাধারণ ও এলাকার সার্বিক উন্নয়নের কথা চিন্তা করে নারায়ণগঞ্জের ৩টি আসনসহ মোট ৩৯টি আসন পূর্ণবিন্যাস করা হয়েছে। এই পূর্ণবিন্যাসকে আমি স্বাগত জানাই। এলাকা বা আসন বিন্যাস কোন বিষয় না দল আমাকে মনোনয়ন দিলে আমি নির্বাচন করতে প্রস্তুত আছি।
এ বিষয়ে দলীয়ভাবে পর্যালোচনার আগে কোনো মন্তব্য করতে রাজি হননি মহানগর বিএনপির আহŸায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। তিনি বলেন, “আমার দল (বিএনপি) পর্যালোচনা করে আমাদের সাথে কথা বলবে, তারপর আমরা এ বিষয়ে মন্তব্য করব। এখন কিছু বলার নেই।”
জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ জেলা শাখার আমীর মাওলানা মঈনুদ্দিন আহমাদ বলেন, “আমরা এখনও চিন্তা-ভাবনা করিনি। আমাদের সামনের প্রোগ্রাম নিয়ে একটু ব্যস্ত সময় পার করছি।”
জেলা হেফাজতে ইসলামের সভাপতি ও জমিয়তে ওলামায়ে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুফতি মনির হোসাইন কাশেমী বলেছেন, নারায়ণগঞ্জের ৩টি আসনে সীমানা পূণর্বিন্যাস নির্বাচন বর্তমান কমিশনের একটি যুগান্তকারী সিদ্ধান্ত। আমি তাদের এই সিদ্ধান্তের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। তাদের এই সিদ্ধান্তে নারায়ণগঞ্জের ৩ টি নির্বাচনী এলাকায় জনগনের অর্থাৎ ভোটার সমন্বয় হবে। জনপ্রতিনিধিরা জনগনকে সহজে তাদের সঠিক সেবা প্রদান করতে পারবে।
জেলা বিএনপির সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেন, নির্বাচন কমিশনার সোনারগাঁও উপজেলার সাথে অন্তর্ভুক্ত করনে আমাদের কোন সমস্যা নেই।
ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু বলেন, আমাদের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল নারায়ণগঞ্জ-৪ আসনের সাথে আলীরটেক ও গোগনগর ইউনিয়ন একত্রিত করার।
নির্বাচন কমিশনার সীমানা পূণর্বিন্যাস এর মাধ্যমে আমাদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরন হওয়ায় আমরা আনন্দিত। আমি আমার দলের পক্ষ থেকে নির্বাচন কমিশনাকে অভিনন্দন জানাই।
একই বক্তব্য দিয়েছেন জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ মহানগর শাখার আমীর মাওলানা আবদুল জব্বার।
এলাকা বন্টনের বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছেন ইসলামী আন্দোলনের নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি মুফতি মাসুম বিল্লাহ। তিনি বলেন, “ভোটের জন্য মনে হয় ভালো হবে। তবে, বন্দর উপজেলা দু’টি ভাগ হয়ে যাবে এর মাধ্যমে।”