ফতুল্লার দেওভোগ নুর মসজিদ এলাকা হতে বিদেশ নিয়ে যাওয়ার কথা বলে সাড়ে ৫ লাখ টাকা নেয়ার পর বিদেশ নিতে টালবাহানা এবং গ্রহনকৃত টাকা ফেরত দিতে প্রতারনার অভিযোগ পাওয়া গেছে শফিকুল ইসলামগংদের বিরুদ্ধে। এ বিষয়ে ভুক্তভোগী পুলিশ লাইনস এলাকার আবদুস সাত্তারের ছেলে মো.জসিমউদ্দিন ফতুল্লা মডেল থানায় প্রতারক শফিকুল ইসলামগংদের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগে জসিমউদ্দিন উল্লেখ করেন যে, ২নং বিবাদীনি নাসিমা ও আমার স্ত্রী রুমা বেগম আদমজী ইপিজেডে একত্রে চাকুরী করার সুবাদে ২নং বিবলীনি আমার হাত বান্ধবীর মত সর্ম্পক হয়। ১নং বিবাদী শফিকুল ইসলাম বিদেশে লোকজন আনায়ন করিয়া থাকে। আমি বিদেশে যাইবো মর্মে জানতে পেরে ২নং বিবাদীনি আমার স্ত্রী রুমা বেগম (২৮) এর সহিত কথাবার্তা বলিয়া আমার স্ত্রীকে ১নং বিবাদীর সাথে পরিচয় করিয়ে দেন। পরিচয় হওয়ার পর ১নং বিবাদী আমাকে বিদেশে (সৌদী আরব) যাওয়ার যাবতীয় সবল ব্যবস্থা করিয়া দিবে মর্মে সাড়ে ৫ লাখ টাকা দাবী করে। গত ২৪ এপ্রিল হতে বিভিন্ন তারিখ ও সময়ে ২নং বিবাদীনি নাসিমা আমার উক্ত ঠিকানায় বাড়ীতে আসিয়া আমার নিকট হইতে সর্বমোট সাড়ে পাঁচ লাখ টাকা গ্রহণ করে। ১নং বিবাদী টাকা নেওয়ার পর হইতে আমাকে বিদেশে না নিয়া আজ কাল নিব নিচ্ছি বলিয়া বিভিন্ন তারিখ ও সময় দিয়া টালবাহানা করিয়া আমাকে ঘুরাইয়া আসিতেছে। ১নং বিবাদী শফিকুল এহেন কার্যকলাপের ফলে আমি বিদেশে যাবো না মর্মে ২নং বিবাদীনিকে জানাইয়া আমার টাকা ফেরত চাহিলে উক্ত ১ ও ২নং বিবাদীদ্বয় টালবাহানা করিয়া আমাকে ঘুরাইতে থাকে। একপর্যায়ে গত ২০ দিন পূর্বে ১নং বিবাদী শফিকুল ইসলাম আমার টাকা ফেরত না দিয়া তাহার বর্তমান ঠিকানা হতে পালিয়ে যায়। আমি ১নং বিবাদীর ব্যবহৃত মোবাইল ০১৭৭১০২০৬০৯ করিলে উক্ত নাম্বারটি বন্ধ পাওয়া যায়। এযাবৎকাল আমি ১নং বিবাদীকে বহু স্থানে অনেক খোজাখুজি করিয়াছি কিন্তু তাহার কোন প্রকার সন্ধান পাই নাই।
এমতাবস্থায় গত ১০ ডিসেম্বর বিকাল ৫টায় আমার মোবাইল নাম্বার হইতে ২নং বিষাদীনির মোবাইল নাম্বার- ০১৯৩১৬৮৮৬৫৮ তে ফোন করিয়া ১নং বিবাদীর সন্ধান জানিতে চাহিলে এবং আমার টাকা ফেরত দিতে বলিলে ২নং বিবাদীনি নাসিমা আমার উপর ক্ষিপ্ত হইয়া আমাকে অকথ্য ভাষায় গালিসলাজ করতঃ বিভিন্ন প্রকার ভয়-ভীতি ও জীবন নাশের হুমকি প্রদান করে এবং আরও বলে যে, ১নং বিবাদীর সন্ধান আমি জানি না এবং তোর টাকাও আমি ফেরত দিব না। তুই যদি এই বিষয়ে কোন প্রকার বাড়াবাড়ি করিস অহা হইলে তোর ও তোর স্ত্রীর বড় ধরনের ক্ষয়-ক্ষতি করিব নতুবা যেকোন মিথ্যা মামলায় ফৎসাইয়া দিব মর্মে হুমকি প্রদান করে উক্ত বিবাদীদ্বয় এরূপকার্যকলাপ করিয়া আমাকে হয়রানী করিতেছে। এবং আমার টাকা আত্মসাৎ করার চেষ্টা করিতেছে। বিবাসীদ্বয় যেকোন সময় আমার আরও বড় ধরনের ক্ষতি সাধন করিতে পারে বলিয়া আমার আশঙ্কা হইতেছে।





















