নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় প্রতিপক্ষকে ঘায়েল করতে মিথ্যা প্রচারনার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা। শনিবার বিকেলে উপজেলার জামপুর ইউনিয়নের মীরেরবাগ এলাকায় এ সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে আব্দুর রহিম বলেন, তিনি উপজেলা বিএনপির সহসভাপতি মোজাহিদ মল্লিকের পিএস। শুক্রবার(৯ আগস্ট) সন্ধ্যার সময় ফুটবল খেলাকে কেন্দ্র মীরেরবাগ ও জামপুর এলাকার দুইপক্ষ সংর্ঘর্ষ হয়। এসময় জামপুর পশ্চিম পাড়া উপজেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক এনামুল হক হান্নানের ছেলে মেহেদী সহ কয়েকজন তরুন মাঠের মধ্যে খারাপ মন্তব্য করতেছিল। এনিয়ে দু,পক্ষের মধ্যে তর্ক হয়। এতে ক্ষিপ্ত হয়ে হান্নানের ছেলে মেহেদী সহ আরও স্থানীয় কয়েকজন তরুন দেশীয় অস্ত্র নিয়ে মীরেরবাগ এলাকার লোকদেও উপর হামলা করে।
এতে নাহিদ, আব্দুর সাত্তার, আরাফাত ও তার পিতা ইউসুফ আলী গুরুতর আহত হয়। এঘটনার স্থানীয় বিএনপি নেতা হান্নানের কাছে বিচার দিলে জামপুর উত্তর পাড়া এলাকার নারী পুরুষ একত্রিত হয়ে দেশীয় অস্ত্র নিয়ে আবার হামলার চেষ্টা করে। এসময় আমি তাদের থামাবার চেষ্টা করে ব্যর্থ হয়ে মাগরিব নামাজ পড়তে মসজিদে চলে যায়। নামাজ শেষ করে আসার পর তালতলা তদন্ত কেন্দ্রের এএসআই ফরমান আলী সঙ্গে সাক্ষাত হয় তিনি সহ আমি ঘটনাস্থলে গিয়ে হান্নানের দোকান ভাংচুর অবস্থায় দেখতে পাই। এঘটনাকে কেন্দ্র করে একটি মহল রাজনৈতিক ফায়দা লুটতে চায়। আমাকে জড়িয়ে সাংবাদিক ভাইদের মিথ্যা তথ্য দিয়ে মিথ্যা সংবাদ প্রচার করেন। আমি এঘটনার তিব্র নিন্দা জানাই।
তিনি আরও বলেন, উপজেলা বিএনপির সহসভাপতি মোজাহিদ মল্লিক আগামী নির্বাচনে প্রার্থী হওয়ায় উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের সমর্থকরা সুনাম ক্ষুন্ন করার অপচেষ্টা করছে। আমি এর তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। পাশাপাশি জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
আহত নাহিদ ভূইয়ার বাবা ফজলুল আহাম্মেদ ভূইয়া সংবাদ সম্মেলনে বলেন, আমার ছেলেকে ফুটবল খেলার ঘটনায় মেরে আহত করেছে। তার মাথায় ৭টি সেলাই হয়েছে, সে এখন হাসপাতালে ভর্তি রয়েছে। এখানে কোনো রাজনৈতিক ঘটনা ঘটেনি। একটা মহল এটাকে রাজনৈতিক ঘটনা করার অপচেষ্টা করছে। আমার ছেলের উপর যারা হামলা করেছে তাদের আইনের মাধ্যমে শাস্তি চাই।