নারায়ণগঞ্জের ফতুল্লার রেল স্টেশন এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২ জন আহত হয়েছেন।
আহতরা হলেন শাহিন ও সুজন। সোমবার রাত ১১ টার দিকে ফতুল্লা রেল স্টেশন এলাকায় এঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় শাহিন , মামুন,সুজন সহ ১৫-২০ জন রেল স্টেশন ব্যাংক কলোনীস্থ যুবদল নেতা জাকিরের দোকানের সামনে গিয়ে তাকে টেনে হিচড়ে দোকান থেকে নামিয়ে মারধর করে। এ ঘটনার জানতে পেরে রাত ১১ টার দিকে যুবদল নেতা জাকিরের সহোযোগিরা সংঘবদ্ধ হয়ে রেলস্টেশন এলাকায় গেলে অপর যুবদল নেতা জাহিদ গ্রুপের সাথে সংঘর্ষ হয়। এ সময় ধাওয়া পাল্টা ধাওয়া হয়। যুবদল নেতা জাকিরের সহোযোগিরা জাহিদ গ্রুপের শাহিন ও সুজন কে পেয়ে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে রক্তাত জখম করে।
অপর দিকে জাহিদ গ্রুপের হামলায় জাকির গ্রুপের আল আমিন, সোহাগ সহ তিনজন আহত হয়। এ সময় স্থানীয় এলাকাবাসীর মাঝে আতংক ছড়িয়ে পরে। সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ গেলে উভয় গ্রুপের সন্ত্রাসীরা ঘটনাস্থল ত্যাগ করে।এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
এ বিষয়ে ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এস,আই) ওয়াসীম জানান, সংবাদ পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন। ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। তবে স্থানীয়দের সাথে আলাপ করে তিনি জানতে পেরেছেন যে সংঘর্ষে শাহিন ও সুজন নামের দুজন আহত হয়েছে। তাদের কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তবে যতোটুকু জানতে পেরেছি হামলায় অংশ নেওয়াদের অধিকাংশরাই হেলমেট পরিহিত ছিলো। ফলে স্থানীয়রা কাউকে চিনতে পারেনি।