মোঃ হারুন অর রশিদ-: রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জামালপুরের বকশীগঞ্জ উপজেলা বিএনপি ও পৌর বিএনপির পক্ষ থেকে লিফলেট বিতরণ করা হয়েছে।
বুধবার (২২ অক্টোবর) এই কর্মসূচির প্রথম দিনে উপজেলা বিএনপির উদ্যোগে উপজেলা বিএনপি ও পৌর বিএনপি বকশীগঞ্জ বাজার এলাকায় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরন করেন।
এ সময় সাবেক সংসদ সদস্য ও জননেতা এম রশিদুজ্জামান মিল্লাত সাহেবের সঠিক দিকনির্দেশনা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা উভয় বিষয়ই সাধারণ মানুষের কাছে তুলে ধরেন স্থানীয় নেতৃবৃন্দ।
লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন- বকশীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স,পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার শাকিল, সহ-সভাপতি মোঃ সুমন, সহ-সম্পাদক নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন, মানবাধিকার বিষয়ক সম্পাদক আগা ছানা, দপ্তর সম্পাদক শামীম মন্ডল, পৌর যুবদলের সদস্য সচিব তানজির আহাম্মেদ সুজন।
এছাড়াও উপস্থিত ছিলেন বকশীগঞ্জ উপজেলা বিএনপি এবং পৌর বিএনপি ও অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। কর্মসূচিতে তারা সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া পেয়েছেন বলে জানা গেছে।