মাইনুল ইসলাম রাজু,আমতলী (বরগুনা) প্রতিনিধি:- বরগুনার আমতলী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ রোকনুজ্জামান খানের বিরুদ্ধে মিথ্যা তথ্য ও একটি পুরানো ছবি ব্যবহার করে সংবাদ প্রকাশ করে অপ্রচার চালানোর অভিযোগ পাওয়া গেছে।
একটি কুচক্রী ও স্বার্থেনেষী মহল মিথ্যা তথ্য দিয়ে বিভিন্ন অনলাইন পোর্টালে উদ্দেশ্য প্রনোদিত, বিভ্রান্তিকর ও বানোয়াট নিউজ প্রকাশ করে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। ইউএনও’র বিরুদ্ধে এমন অপপ্রচারে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও সচেতন মহল নিন্দা জানিয়েছেন।
জানা গেছে, গত ১৩ মে ২০২৫ মোঃ রোকনুজ্জামান খান উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে আমতলীতে যোগদান করেন। যোগদানের পর থেকেই তিনি স্বচ্ছ ও দক্ষতার সহিদ উপজেলা প্রশাসন পরিচালনা করে আসছেন। অতি অল্প সময়ের মধ্যে তিনি হতদরিদ্র, অসহায় এবং সাধারণ মানুষের কাছে একজন মানবিক ও জনবান্ধব কর্মকর্তা হিসেবে পরিচিতি লাভ করেন।
ইউএনও রোকনুজ্জামান খান আমতলীতে যোগদানের প্রায় দের মাস পূর্বে গত ৬ এপ্রিল পাথরঘাটা ইউএনও হিসেবে কর্মরত ছিলেন। ওই দিন তিনি তার মাকে ঢাকায় পাঠানোর জন্য আমতলীতে আসেন। তার মাকে ঢাকার গাড়ীতে উঠিয়ে পাথরঘাটা ফিরে যাওয়ার পথে তার সাথে থাকা কয়েকজন সরকারী কর্মকর্তার অনুরোধে আমতলী নতুন বাজার হোটেল সকাল-সন্ধ্যা এন্ড ক্যাফেতে চা পান ও নাস্তা খেতে প্রবেশ করেন। সেখানে তার সাথে পাথরঘাটা ফায়ার সার্ভিসের ষ্টেশন ইনচার্জ সাহাদাত হোসেন, আমতলী ট্রাফিক পুলিশের টিআই মোঃ নুরুজ্জামান (পূর্বে পাথরঘাটায় কর্মরত ছিলেন), সেনাবাহিনীতে কর্মরত রাসেল মৃধা, গ্রীস প্রবাসী আঃ সোবাহান মিয়া উপস্থিত ছিলেন। এক পর্যায়ে সেখানে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গাজী সামসুল হক ওই হোটেলে চা পান ও নাস্তা খাওয়ার জন্য প্রবেশ করেন। সেখানে তিনি পাথরঘাটা ইউএনওর পরিচয় জানতে পেরে তার সাথে কুসল বিনিময় করে একত্রে তাদের সাথে চা পান ও নাস্তা করেন। ওই চা পান ও নাস্তা খাওয়ার সময় কিছু স্থির চিত্র ধারণ করে সেনাবাহিনীর সদস্য রাসেল মৃধা। পরে তিনি ওই ধারনকৃত স্থির চিত্র তার নিজের ফেইজবুক আইডিতে পোস্ট করেন।
পরবর্তীতে ১৩ মে তিনি আমতলী উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি আমতলীতে একজন সৎ, মানবিক ও দক্ষ প্রশাসক হিসেবে সুনাম অর্জন করেন। ইউএনওর উন্নয়ন তদারকি ও সচ্ছ প্রশাসনিক কার্যক্রমে স্থাণীয় কতিপয় সুবিধাবাদী মহলের অনিয়মের সুযোগ কমে যাওয়ায় তারা অসন্তুষ্ট হয়ে ষরযন্ত্রমূলক সংবাদ প্রকাশে নেমেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ওই ষরযন্ত্রের অংশ হিসেবে ওই কুচক্রী ও স্বার্থেনেষী মহল মিথ্যা তথ্য এবং পুরানো ছবি ব্যবহার করে কতিপয় সাংবাদিকদের ম্যানেজ করে বিভিন্ন অনলাইন পোর্টালে ইউএনওর বিরুদ্ধে “আমতলীতে আওয়ামী লীগকে পুর্নবাসন” শিরোনামে উদ্দেশ্য প্রনোদিত, বিভ্রান্তিকর ও বানোয়াট নিউজ প্রকাশ করে অপপ্রচার চালাচ্ছে। নিউজে উল্লেখ করা হয় তিনি নাকি গোপনে আওয়ামী লীগের কয়েকজন নেতাদের সাথে বৈঠক করেছেন। প্রকৃত তথ্য হচ্ছে ইউএনও মোঃ রোকনুজ্জামান খান আমতলীতে যোগদানের বহু আগেই ওই ছবিটি তোলা হয়েছিল। যা পরবর্তিতে বিকৃতভাবে ব্যবহার করা হয়েছে।
জামায়েতে ইসলামী আমতলী উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক আঃ মালেক বলেন, আমি ইউএনওকে আওয়ামী লীগ নেতাদের সাথে গোপনে বা প্রকাশে বৈঠক করতে শুনিনি ও দেখিনি। আর নিউজে প্রকাশিত ছবিটাও তা প্রমান করে না।
ইসলামী আন্দোলন বাংলাদেশ আমতলী উপজেলা শাখার সাধারণ সম্পাদক গাজী বায়েজীদ আহমেদ বলেন, ইউএনও একজন ভালো মনের মানুষ। আওয়ামী লীগের কেউ যদি হোটেলে বসে তার সাথে খানাপিনা করে, সেটিকে রাজনৈতিক সম্পর্ক বলা যায় না। ইউএনওর বিরুদ্ধে এমন অভিযোগ দুঃখজনক ও নিন্দনীয়।
আমতলী পৌর বিএনপি’র সদস্যসচিব মোঃ জালাল আহম্মেদ খান বলেন, আমরা কখনো ইউএনওকে স্থানীয় আওয়ামীলীগ নেতাদের সাথে সখ্যতা করতে করতে দেখিনি। তার বিরুদ্ধে প্রকাশিত সংবাদ সম্পূর্ন ভিত্তিহীন। আমি এহেন সংবাদের তীব্র ন্দিা জানাই।
আমতলী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইমরান খান বলেন, নির্বাহী কর্মকর্তা একজন সৎ ও জনবান্ধব কর্মকর্তা। তিনি দলমতের উর্ধ্বে থেকে জনগনের সেবা দিয়ে যাচ্ছেন। তার বিরুদ্ধে পুরানো ছবি ব্যবহার করে সংবাদ প্রকাশ ও অপপ্রচার নিন্দনীয়।
স্থাণীয় বিভিন্ন সামাজিক সংগঠন ও সচেতন মহল মনে করেন, একটি মহল কুচক্রী মহল উদ্দেশ্য প্রনোদিতভাবে ইউএনও মোঃ রোকনুজ্জামান খানের বিরুদ্ধে বিভ্রান্তিকর, মিথ্যা তথ্য ছড়িয়ে একজন নিষ্ঠাবান, জনবান্ধব, সৎ, সাহসী সরকারী কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এর নিন্দা ও প্রতিবাদ জানানোর ভাষা আমরা খুঁজে পাচ্ছি না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রোকনুজ্জামান খান বলেন, আমি আমতলীতে যোগদানের পর এখন পর্যন্ত কোন আওয়ামী লীগ নেতার সঙ্গে বৈঠক করিনি। প্রকাশিত ছবিগুলো আমার আমতলীতে যোগদানের অনেক আগের তোলা যার সঙ্গে রাজনৈতিক কোন সম্পর্ক নেই।