মোঃ হারুন অর রশিদ-: ভূমি সেবায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরপ বিভাগীয় প্যায়ে শ্রেষ্ঠ সহকারী কমিশনার (ভূমি) নির্বাচিত হয়েছেন জামালপুর জলার বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহ জহুরুল হােসেন। সিলেট বিভাগে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে তাঁর অসামান্য অবদানের জন্য তাঁকে এই মর্যাদাপূর্ণ সম্মাননা প্রদান করা হয়। শনিবার (২৫ অক্টোবর) দুপুরে সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানে শাহ জহুরুল হােসেনের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন সিলেট বিভাগীয় কমিশনার খান মােঃ রেজা-উন- নবী। জানা যায়, সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার কুলাউড়া উপজেলাতে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালনকালে ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা, গতিশীলতা ও জনমুখী সেবা নিশ্চিতকরণে শাহ জহুরুল হােসেন ভূমিকা রাখেন। তাঁর আন্তরিকতা ও দায়িত্বশীলতার ফলেই তাঁকে বিভাগীয় শ্রষ্ঠত্বের এই স্বীকৃতি দেওয়া হয়। পুরস্কার গ্রহণের পর বর্তমান বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শাহ জহুরুল হাসেন বলেন,”এই সম্মান কেবল আমার ব্যক্তিগত অর্জন নয়; এটি মাঠ প্রশাসনের প্রতিটি কর্মকর্তা-কর্মচারীর কঠোর পরিশ্রম ও দায়িত্বশীলতার প্রতিফলন। আমি সব সময় জনগণের সেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার চেষ্টা করেছি এবং ভবিষ্যতেও সেই ধারা অব্যাহত থাকবে।”




















