মোঃ হারুন অর রশিদ-: জামালপুরের বকশীগঞ্জে জমজ দুই বোন সাদিয়া ও সুমাইয়া আক্তার ২০২৩-২৪ শিক্ষাবর্ষে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করে জিপিএ-৫ পেয়েছে। তাদের এমন সাফল্যে উৎফুল্ল মা-বাবাসহ স্বজনরা।
২৫ অক্টোবর শনিবার ঢাকাস্থ বকশীগঞ্জ সমিতির পক্ষ থেকে তাদের এমন সাফল্যে তাদেরকে সংবর্ধনা ও বৃত্তি প্রদান করা হয়।
বকশীগঞ্জে জমজ দুই বোন একসঙ্গে জন্ম, একসঙ্গে বেড়ে ওঠা। প্রাথমিকের পর মাধ্যমিকে পড়েছেন একই প্রতিষ্ঠানে।
সব ক্ষেত্রে দুজনের পরীক্ষার ফলাফলও একই। মাধ্যমিকের পর এবার চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় বকশীগঞ্জ সরকারী কিয়ামত উল্লাহ কলেজ থেকে ২০২৩-২৪ শিক্ষা বর্ষে মানবিক বিভাগ থেকে অংশগ্রহণ করে জিপিএ-৫ পেয়েছেন।
সাদিয়া ও সুমাইয়া আক্তার জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার পৌর শহরের জিগাতলা গ্রামের আসাদুজ্জামান ও নাহিদা বেগম দম্পতির কন্যা।
শিক্ষার্থীদের অভিভাবক সূত্রে জানা যায়, জমজ দুই বোন ডলফিন কিন্ডারগার্টেন থেকে প্রাথমিক শিক্ষা সমাপ্তি করে বকশীগঞ্জ উলফাতুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিকে জিপিএ-৫ পায় এরপর বকশীগঞ্জ সরকারী কিয়ামত উল্লাহ কলেজের মানবিক বিভাগে ভর্তি হয়ে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহন করে সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রেখে তাঁরা জিপিএ-৫ পেয়েছে।
শিক্ষার্থীদের পিতা আসাদুজ্জামান বলেন, তার যমজ দুই মেয়ে ছোট বেলা থেকেই অত্যন্ত মেধাবী। মেয়েদের একের পর এক এমন সাফল্যে আমিসহ আমাদের পরিবারের সবাই বেশ খুশি। মেয়েদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য দেশবাসীর কাছে দোয়া চাই।
যমজ দুই বোন সাদিয়া ও সুমাইয়া আক্তার বলেন, ‘আমাদের এই সাফল্যের পেছনে মা-বাবা এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের অবদান সবচেয়ে বেশি। আমরা দুই বোন ভবিষ্যতে দেশসেরা আইনজীবী হয়ে দেশ ও মানুষের সেবা করতে চাই এজন্য আমরা সকলের কাছে দোয়া চাই, আমরা যেন আমাদের কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারি।
এ ব্যাপারে বকশীগঞ্জ সরকারী কিয়ামত উল্লাহ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আবু সাইদ জানান, আমার কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী ০৮ জন জিপিএ-৫ পেয়েছে। আমি সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। বিশেষ করে সাদিয়া ও সুমাইয়া আক্তার খুবই শান্ত, মেধাবী ও পরিশ্রমী। তারা নিয়মিত কলেজে এসেছে ক্লাস করেছে। তাদের দুজনের সাফল্য আমাদের সবাইকে মুগ্ধ করেছে তারা কলেজের সুনাম অক্ষুন্ন রেখেছে। আমি তাদের জীবনের সর্বাঙ্গীণ সাফল্য ও সমৃদ্ধি কামনা করছি।




















