আমরা মাদক ব্যবসায়ীদের চিহ্নিত করে তাদের নাম ঠিকানা মোবাইল নাম্বার সহ ডিসি অফিস এসপি অফিস ও মাদক নিয়ন্ত্রন অধিদপ্তর সহ বিভিন্ন দফতরে মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় আনার জন্য স্বারক লিপি প্রদান করি। পরে সেই স্বারক লিপি মাদক ব্যবসায়ীর নাম সহ তথ্যটি কিভাবে মাদক ব্যবসায়ীরা জেনে যায়। তা হলে জনগন কি বুঝে নেব মাদক ব্যবসায়ীদের সাথে প্রশাসনের কোন না কোন লোকের সাথে গোপন সখ্যতা রয়েছে। নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে স্বাধীন বাংলা মাদক বিরোধী কল্যাণ সোসাইটির মানবন্ধনে বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ১১ টার দিকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে স্বাধীন বাংলা মাদক বিরোধী কল্যাণ সোসাইটির নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানা কমিটির সভাপতি মাসুম আহমেদ রাজ ও সাধারন সম্পাদক নাজমুল হাসান বাবু সহ সংগঠনের নেতা কর্মীদের বিরুদ্ধে পরিকল্পিত হামলার প্রস্তুতি নেওয়া ষড়যন্ত্রকারী মাদক ব্যবসায়ীদেরকে চিহ্নিত করে আগামী ৪৮ ঘন্টার ভিতরে গ্রেফতার এবং রাষ্ট্র কর্তৃক বাবু সহ কমিটির সকল সদস্যকে সর্বোচ্চ নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিক্ষোভ মিছিল শেষে পুলিশ সুপারের কার্যালয়ের শেষ করেন।
এ সময় বক্তারা আরো বলেন,দেশে মাদক ও অপরাধ দমনে যেমন পুলিশের দায় বদ্ধতা রয়েছে তেমন আমাদের ও দায়বদ্ধতা রয়েছে। সেই দায়বদ্ধতা থেকে আমরা মাদক ব্যবসায়ীদের তথ্য সহ নাম ঠিকানা দেয়ার পর থেকে প্রতিনিয়ত হুমকির মোকাবেলা করতে হয়। বর্তমান সময় এনালকের যোগ নয়। এখন আইন শৃংখলা বাহিনীর কাছে আধুনিক টেকনোলজি রয়েছে। যা যে কোন ব্যক্তির নাম ঠিকানা দিলে তার বিরুদ্ধে কোন অপরাধে কয়টি মামলা রয়েছে প্রশাসন জানতে পারেন। তা হলে আমরা যাদের নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়েছি প্রশাসন তা টেকনোলজির মাধ্যমে বের করতে পারেন। কিন্তু প্রশাসন তা না করে মাদক ব্যবসায়ীদের সাথে সখ্যতা তৈরী করে তথ্য দাতাদের গোপনীয়তা প্রকাশ করে দিচ্ছেন। আর আমাদের প্রতিনিয়ত হুমকির মোকাবেলা করতে হচ্ছে।

আমরা বলতে চাই আগামী ৪৮ ঘন্টার মধ্যে মাদক ব্যবসায়ী সহ অপরাধীদের গ্রেফতার করা না হলে আরা আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।
মানববন্ধন চলাকালে বিক্ষোভকারীদের সঙ্গে দেখা করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) তাসরিনা আক্তার, পিপিএম এবং অতিরিক্ত পুলিশ সুপার তারিক আল-মেহেদী। তারা বিক্ষোভকারীদের অভিযোগ মনোযোগ সহকারে শোনেন এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার আশ্বাস দেন। তারা জানান, গোয়েন্দা সংস্থাগুলো বিষয়টি তদন্ত করছে এবং নিরাপত্তা-সংক্রান্ত কোনো অভিযোগ থাকলে তা লিখিতভাবে থানায় জানাতে অনুরোধ করেন। তবে তালিকা ফাঁস বা হুমকিদাতাদের বিষয়ে নির্দিষ্ট কোনো গ্রেফতার তথ্য দিতে পারেননি তারা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, স্বাধীন বাংলা মাদক বিরোধী কল্যাণ সোসাইটির কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি সেলিম নিজামী, সাধারণ সম্পাদক, বিমল সরকার, যুগ্ম সম্পাদক এম সাঈদ, ফতুল্লা থানা কমিটির,সভাপতি মাসুম আহমেদ রাজ, সিনিয়র সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম আপেল ,সাধারণ সম্পাদক,নাজমুল হাসান বাবু, সাংগঠনিক সম্পাদক মাওলানা এম এ মোফাজ্জল ইবনে মাহফুজসহ কেন্দ্রীয় কমিটির ও ফতুল্লা থানা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।





















