মোঃ হারুন রশিদ-: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বকশীগঞ্জ উপজেলা ও পৌর শাখার উদ্যোগে ‘নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি-২০২৫’-এর উদ্বোধন করা হয়েছে। শনিবার (০১ নভেম্বর) শনিবার দুপুরে বকশীগঞ্জ উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বকশীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মানিক সওদাগরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা.মোঃ শামসুজ্জামান মেহেদী সদস্য জাতীয় নির্বাহী কমিটি বিএনপি।
বকশীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম পিন্স এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাবেক কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সহ-দফতর সম্পাদক একেএম আক্রামুজ্জামান টুকন।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক কেন্দ্রীয় ছাত্র সংসদের সহ-সভাপতি সাজিদ হাসান বাবু, সাবেক সহ মৎস্য ও পশু পালন বিষয়ক সম্পাদক,যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি আশরাফ ফারুক হিরা,পৌর বিএনপির সভাপতি এডভোকেট আনিসুজ্জামান(গামা)সহ উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ।
এসময় ইউনিয়ন ও পৌর পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
বক্তারা দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে প্রতিটি ইউনিয়নে নতুন সদস্য সংগ্রহ এবং পুরোনো সদস্যদের সদস্যপদ নবায়নের কার্যক্রম জোরদার করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।





















