“সাম্য ও সমতায়,দেশ গড়বে সমবায়” এ প্রতিপাদ্যকে সামনে নিয়েই সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জেও পালিত হয়েছে ৫৪ তম জাতীয় সমবায় দিবস। এ উপলক্ষে জেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্দ্যোগে র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। শনিবার ১লা নভেম্বর সকাল সাড়ে ১০টায় জেলা সার্কিট হাউজে জেলা প্রশাসক মো.জাহিদুল ইসলাম মিঞার নেতৃত্বে সার্কিট হাউসে জাতীয় সংগীত এর মধ্যে দিয়ে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে বর্ণাঢ্য র্যালী দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু করে একটি র্যালী বের করা হয়। র্যালীটি সার্কিট হাউজ থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে সমাপ্ত করা হয়।
র্যালী শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হুসাইন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, সমবায় শুধু ছিল কেবল মাত্র আমাদের আর্থিক দৈন্যদশা সেখান থেকে মুক্তির একটা সংগ্রামের একটি মাধ্যম। কিন্তু আজকে সমবায় এবারের যে প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে সমবায় “সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায়’’। দেশ গড়ার জন্য আমাদের সামনে যে চ্যালেঞ্জগুলো দাঁড়িয়েছে বিশেষ করে মাদক একটি বড় চ্যালেঞ্জ। অপরাধ, শিক্ষা একটি বড় চ্যালেঞ্জ। আমরা যদি এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে চাই তাহলে আমাদের সমবায়ের যে শক্তি সমাজে এই শক্তির কোন বিকল্প নেই।
তিনি আরো বলেন, যারা সমবায়ের সাথে যুক্ত আছেন আমরা মনে করি আমাদের দেশের কালচার এবং পারসপেক্টিভ চিন্তা করি তাহলে আমরা উন্নত বিশ্বের বা পৃথিবীর অন্যান্য দেশের সাথে যদি চিন্তা করি সেই দিক থেকে আমাদের অবস্থান অনেক দৃঢ়।
আমাদের মধ্যে বন্ধন, আমাদের মধ্যে সম্পর্ক অনেক সুদৃঢ়। এই সুদৃঢ় সম্পর্কের উপর ভিত্তি করে এবং সমবায়ের শক্তির উপর ভিত্তি করে আমাদের আজকের দিনের যে চ্যালেঞ্জ আছে আমরা মাদক, সন্ত্রাস,অপরাধ,শিক্ষা এই চ্যালেঞ্জগুলো আমরা ওভারকাম করতে চাই।
আমরা প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি এবং আমরা বিশ্বাস করি আমরা সেটি ওভারকাম করতে পারব।
এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রিট নিলুফা ইয়াসমিন, নারায়ণগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা তাসলিমা শিরিন।
নারায়ণগঞ্জ জেলা সমবায় কার্যালয় জেলা সমবায় অফিসার মো আবু জাফর মিয়া, উপ সহকারি নিম্বন্ধক মো নাজমুল হুদা পরিদর্শক খন্দকার তোফাজ্জল হোসেন, সদর উপজেলা সমবায় অফিসার নাজমুল হক, বিকেএমই সভাপতি মো. হাতেম, নারায়ণগঞ্জ কো-অপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান মাজহারুল ইসলাম জোসেফ, ফতুল্লা বাজার নিত্যপ্রয়োজনীয় পন্য বিক্রেতা বহুমুখী সমবায় সমিতি লিমিটেড এর সভাপতি মো.জুয়েল চৌধুরী ও সাধারন সম্পাদক মো.আনোয়ার হোসেন সজীবসহ জেলার বিভিন্ন থানা এলাকা থেকে আগত সমবায় সমিতি প্রতিনিধিগন।





















