মোঃ হারুন অর রশিদ-: জামালপুরের বকশীগঞ্জে মহিলা দলের উদ্যোগে বিএনপির মনোনীত প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় কোষাধ্যক্ষ সাবেক এমপি এম রশিদুজ্জামান মিল্লাতের পক্ষে প্রচারণা ও লিফলেট বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে বকশীগঞ্জ মেরুরচর ইউনিয়ন মহিলা দলের উদ্যোগে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থণা ও সাধারণ ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।
লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ উপজেলা মহিলা দলের নেত্রী বিলকিস, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহিদুল হক দুলাল, মহিলা নেত্রী মোছাঃ সাজেদা ।
আরো উপস্থিত ছিলেন, ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ হাফিজুর রহমান, ইউনিয়ন মহিলা দলের নেত্রী মোছাঃ শাহিনা বেগম,মোছাঃ রিনা বেগম, মোছাঃ শাহিনা বেগম,খোরশেদা বেগম,আফরোজা বেগম, ফুলমালা বেগম,রসনা বেগম,আছফুল বেগম সহ অনেকেই।
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী সাবেক এমপি এম রশিদুজ্জামান মিল্লাতকে বিজয় করার লক্ষে মাঠে নামেন মহিলা দলের নেত্রীরা।
পরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।





















