ফতুল্লা ইউনিয়ন ২ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ( ৩রা ডিসেম্বর )বিকেলে ফতুল্লার দাপাইদ্রাকপুরস্থ মসজিদ গলিতে ফতুল্লা ইউনিয়ন ২ নং ওয়ার্ড বিএনপির আয়োজন করা দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো.গোলাম মোস্তফা অরুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক মো.রুহুল আমিন শিকদার। আরো উপস্থিত ছিলেন ফতুল্লা থানা যুবদলের দলের ভারপ্রাপ্ত আহবায়ক ও ইউনিয়ন যুবদলের আহবায়ক আবদুল খালেক টিপু,থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাকির হোসেন রবিন,থানা কৃষকদলের আহবায়ক মো.জুয়েল আরমান,সিনিয়ন যুগ্ম আহবায়ক মো.ইব্রাহিম মিয়া,থানা শ্রমিক দলের আহবায়ক মো.শাহআলম পাটোয়ারী,থানা বিএনপির সহ-প্রচার সম্পাদক মো.আবিদ হাসান মিলন ঢালী,ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক অঅল মামুন,১নং ওয়ার্ড বিএনপির সেক্রেটারী মো.রাসেল,কৃষকদল নেতা মো.উজ্জল বেপারীসহ ফতুল্লা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
দোয়াও মিলাদ মাহফিলে বক্তারা বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আজীবন লড়াই করেছেন। তাঁর অসুস্থতায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। দেশবাসীর কাছে তাঁর রোগমুক্তির জন্য দোয়া কামনা করছি।
নেতাকর্মীরা আরও বলেন, যে মা গণতন্ত্রের জন্য জীবনভর কারাবরণ করেছে, নির্যাতন সহ্য করেছে, তাঁর সুস্থতা শুধু দলের নয়, সমগ্র দেশের মানুষের প্রত্যাশা।





















